পপুলার২৪নিউজ ডেস্ক:
দিন কয়েক আগেই বলেছিলেন তাঁর বন্ধু মাত্র তিনজন। তবে সংখ্যায় কম হলেও এই কয়েকজনকে নিয়েই খুশি তিনি। কারণ তাঁরা সবাই সত্যিকারের বন্ধু। কতটা সত্যিকারের বন্ধু তার প্রমাণ পাওয়া গেল এবার। তাঁর ঘনিষ্ঠ বন্ধুদের একজন ফ্রান্সিয়া রাইসার দেওয়া কিডনিতেই জীবন বাঁচল সেলিনা গোমেজের! বৃহস্পতিবার এক ইনস্টাগ্রাম পোস্টে এ তথ্য প্রকাশ করেছেন গায়িকা। ‘গুড ফর ইউ’ গায়িকা ২০১৩ সালে লুপাস রোগে আক্রান্ত হন। এ জন্য সে সময় তাঁকে কেমোথেরাপিও নিতে হয়েছিল। গেল বছর এই রোগের কারণেই বিষণ্নতা ভর করে, সুস্থ হতে পুনর্বাসন কেন্দ্রেও ভর্তি হন। কিন্তু তাতেও পুরোপুরি সেরে উঠতে পারেননি। এ বছর ডাক্তাররা জানান, রোগ প্রকট আকার ধারণ করছে। যেকোনো সময় কিডনি আক্রান্ত হতে পারে, জরুরি ভিত্তিতে কিডনি প্রতিস্থাপন করতে হবে।
এমন দুঃসময়ে বন্ধুকে বাঁচাতে এগিয়ে আসেন অভিনেত্রী রাইসা। ‘দ্য সিক্রেট লাইফ অব দি আমেরিকান টিনএজার’সহ বেশ কয়েকটি টিভি সিরিজ এমনকি চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। অস্ত্রোপচারের সময় হাসপাতালের বিছানায় তোলা ছবি শেয়ার করে ২৫ বছর বয়সী গায়িকা লেখেন, ‘কিছুদিন আগেই আমার নতুন গান মুক্তি পেয়েছে যা নিয়ে আমি একেবারেই প্রচারণা চালাতে পারিনি। এ নিয়ে অনেকে প্রশ্ন করছিল, কেন চুপ আছি। আসলে আমি তখন শারীরিক সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিলাম। লুপাস থেকে সেরে উঠতে আমার কিডনি প্রতিস্থাপন করতে হয়েছে। এ জন্য আমার পরিবার আর ডাক্তারদের ধন্যবাদ দিতে চাই, যারা অপারেশনের পরে সব সময়ই আমাকে সাহায্য করেছে। ’ পোস্টে আলাদাভাবে উল্লেখ করেন রাইসার কথাও, ‘অবশ্যই আমি আমার অসাধারণ বন্ধু ফ্রান্সিয়া রাইসাকে ধন্যবাদ দিতে চাই, যে তার কিডনি আমাকে দান করেছে। তার এই ত্যাগ আমার জন্য অপূর্ব এক উপহার। আমি আপ্লুত, ধন্যবাদ বোন। ’