বদলে গেলো পাকিস্তানের ২ সিরিজের ভেন্যু

স্পোর্টস ডেস্ক : সফরের মাঝপথেই সিরিজের ভেন্যু বদলে ফেললো পাকিস্তান। অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করে সাদা বলের ম্যাচগুলো রাওয়ালপিন্ডি থেকে লাহোরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিকরা।

আগামী ২৯ এবং ৩১ মার্চ সিরিজের প্রথম দুই ওয়ানডে এখন অনুষ্ঠিত হবে লাহোরে। একই ভেন্যুতে ২ এপ্রিল তৃতীয় ও শেষ ওয়ানডে এবং ৫ এপ্রিল সফরের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচ মাঠে গড়াবে।

৫০ ওভারের ম্যাচগুলো শুরু হবে স্থানীয় সময় বিকেল ৩টায়। অন্যদিকে ২০ ওভারের ম্যাচটি মাঠে গড়াবে স্থানীয় সময় রাত ৮টা ৩০ মিনিটে।

অস্ট্রেলিয়ার সীমিত ওভারের সিরিজে থাকা খেলোয়াড়রা আগামী ২৪ মার্চ লাহোরে পৌঁছাবেন। সেখানে একদিনের রুম আইসোলেশন শেষ করে বাকি সদস্যদের সঙ্গে যোগ দেবেন তারা। অন্যদিকে পাকিস্তানের সীমিত ওভারের খেলোয়াড়রা ২২ মার্চ লাহোরে গিয়ে ২৫ মার্চ থেকে অনুশীলন শুরু করবেন।

পূর্ববর্তী নিবন্ধভারতের কেরালা চলচ্চিত্র উৎসবে ‘রেহানা মরিয়ম নূর’
পরবর্তী নিবন্ধস্বাধীন প্রিয় হলেও নারীকে পতিতা বলা হয়: সাদিয়া জাহান প্রভা