পপুলার২৪নিউজ ডেস্ক:
সম্প্রতি একটি বিশাল গাছ ফেটে সৃষ্টি হওয়া বড় খোপের ভেতর বজ্রপাতের পর পরই দাউ দাউ করে আগুন জ্বলে ওঠার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে বলা হয়, গত শনিবার ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের বল্ডউইনে।
বজ্রপাতে গাছের ভেতর জ্বলা আগুনের ছবি এখন টুইটারসহ সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। বিস্মিত স্থানীয় লোকজন সে ঘটনার ছবি তুলেছেন।
স্থানীয় আবহাওয়া দপ্তরের মতে, গত এক সপ্তাহে মিসিসিপি ও আলাবামায় আবহাওয়া খুবই খারাপ ছিল। প্রচণ্ড ঝড় হয়েছে। এরই মাঝে তিনটি ঘূর্ণিঝড়ও হয়েছে। এ সময় বজ্রপাতে বল্ডউইনের ওই গাছের খোপের ভেতর আগুন ধরে যায়। জেনিস মেল্টন নামের স্থানীয় একজন তাৎক্ষণিকভাবে অবিশ্বাস্য এই ছবিটি ধারণ করেন।
ছবিটি টুইট করার পর প্রায় ২৫ হাজার লাইক ও ১০ হাজারেরও বেশি রিটুইট হয়।