বঙ্গোপসাগরে মিয়ানমারের ১০ নাগরিক আটক

পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:

বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে অনুপ্রবেশের কারণে একটি বোটসহ মিয়ানমারের ১০ নাগরিককে আটক করেছে নৌবাহিনী। সেন্টমার্টিন্স দ্বীপের এক মাইল দূরবর্তী এলাকা থেকে নৌবাহিনী যুদ্ধজাহাজ আবু বকর তাদেরকে আটক করে। এ সময় ওই বোট থেকে কিরিচ, চাপাতিসহ বিভিন্ন ধরনের দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। জব্দকৃত বোটটির আনুমানিক মূল্য প্রায় এক কোটি পাঁচ লাখ টাকা। আটককৃত মিয়ানমার নাগরিক ও তাদের কাছ থেকে জব্দকৃত অস্ত্র ও মালামালসমূহ গত বৃহস্পতিবার টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

নৌবাহিনী সূত্রে জানা গেছে, যুদ্ধজাহাজ আবু বকর গত ২২ মার্চ রাতে বঙ্গোপসাগরে বাংলাদেশি জলসীমায় নিয়মিত টহল প্রদানকালে সেন্টমার্টিন্সের দক্ষিণ-পশ্চিমে একটি বোটের গতিবিধি সন্দেহজনক হলে নৌবাহিনীর সদস্যরা বোটটিকে চ্যালেঞ্জ করে। এ সময় পোপো খাই নামক মিয়ানমারের বোটটিতে থাকা নাগরিকরা নৌ- সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। পরবর্তীতে বোটটিতে অভিযান চালিয়ে মিয়ানমার নাগরিককে আটক করা হয়। এরা নিজেদেরকে গরু বিক্রেতা হিসেবে পরিচয় দিলেও বোটে তল্লাশি চালিয়ে কোনো গরু অথবা গরু বিক্রয়লব্ধ অর্থ পাওয়া যায়নি।

পূর্ববর্তী নিবন্ধস্ত্রীর সঙ্গে বিচ্ছেদে স্বামীর আত্মহত্যা
পরবর্তী নিবন্ধআতিয়া মহলে বিস্ফোরণ, গোলাগুলি