পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলার ডুবে চার জেলে নিখোঁজ হয়েছেন। রবিবার রাত ৯ টার দিকে এ ঘটনা ঘটে। পরে বরগুনার তালতলী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন ট্রলার মালিক জাহাঙ্গীর হোসেন।
নিখোঁজ জেলেরা হলেন- উপজেলার ছোট আমখোলা গ্রামের জসিম উদ্দিন (৩৫), মো. আলী হোসেন (৩৪), শাহিন মিয়া (৩২) ও বড় আমখোলা গ্রামের আশিকুর রহমান কিরন (৩০)।
জানা যায়, তালতলী উপজেলার বড় আমখোলা গ্রামের জাহাঙ্গীর হোসেনের এফবি হাওলাদার নামে একটি মাছ ধরার ট্রলার গত ৭ ডিসেম্বর গভীর বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়। সাগরে নিম্নচাপের সৃষ্টি হলে শনিবার (৯ ডিসেম্বর) ট্রলারটি তীরে ফিরে আসার সময় ডুবে যায়। এ ঘটনায় ট্রলার ও জেলেরা সবাই নিখোঁজ রয়েছেন।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেস চন্দ্র হালদার জানান, ট্রলারসহ চার জেলে নিখোঁজের ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। সে অনুযায়ী উপকূলীয় এলাকায় খবর পাঠানো হয়েছে।