বঙ্গোপসাগরে চার জেলে নিখোঁজ

পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলার ডুবে চার জেলে নিখোঁজ হয়েছেন। রবিবার রাত ৯ টার দিকে এ ঘটনা ঘটে। পরে বরগুনার তালতলী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন ট্রলার মালিক জাহাঙ্গীর হোসেন।

নিখোঁজ জেলেরা হলেন- উপজেলার ছোট আমখোলা গ্রামের জসিম উদ্দিন (৩৫), মো. আলী হোসেন (৩৪), শাহিন মিয়া (৩২) ও বড় আমখোলা গ্রামের আশিকুর রহমান কিরন (৩০)।

জানা যায়, তালতলী উপজেলার বড় আমখোলা গ্রামের জাহাঙ্গীর হোসেনের এফবি হাওলাদার নামে একটি মাছ ধরার ট্রলার গত ৭ ডিসেম্বর গভীর বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়। সাগরে নিম্নচাপের সৃষ্টি হলে শনিবার (৯ ডিসেম্বর) ট্রলারটি তীরে ফিরে আসার সময় ডুবে যায়। এ ঘটনায় ট্রলার ও জেলেরা সবাই নিখোঁজ রয়েছেন।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেস চন্দ্র হালদার  জানান, ট্রলারসহ চার জেলে নিখোঁজের ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। সে অনুযায়ী উপকূলীয় এলাকায় খবর পাঠানো হয়েছে।

 

পূর্ববর্তী নিবন্ধফ্রান্সের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ঢাকা ত্যাগ
পরবর্তী নিবন্ধঢাবি অধিভুক্ত ৭ কলেজের ভর্তি পরীক্ষার ফল মঙ্গলবার