মেহের মামুন, (গোপালগঞ্জ) প্রতিনিধি:
গোপালগঞ্জের মুকসুদপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯০ তম জন্ম বার্ষিকী উপলক্ষে ২০১৯ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে সর্বচ্চ নাম্বার প্রাপ্ত শিক্ষার্থীর মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। শনিবার সকালে মুকসুদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অফিসার্স ক্লাবে ২০ প্রশিক্ষিত নারীকে সেলাই মেশিন এবং ১৫ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়। বিতরণের সহযোগিতা করেন মুকসুদপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ও মহিলা বিষয়ক অধিদপ্তর।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা আলী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আসমত হোসেন ভুইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্যা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার ফায়জুল ইসলাম, বাংলার নয়ন সম্পাদক শহীদুল ইসলাম বেলায়েত, মুকসুদপুর সংবাদ সম্পাদক হায়দার হোসেন, সিনিয়র সাংবাদিক সরদার মজিবুর রহমান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাদাৎ আলী মোল্যা।