বঙ্গবাজারে আগুন, তদন্তে ফায়ার সার্ভিসের কমিটি

নিজস্ব প্রতিবেদক:

অগ্নিকাণ্ডে ছাই হয়ে গেছে দেশে পোশাকের সবচেয়ে বড় মার্কেটের একটি বঙ্গবাজার, সেই আগুন কী করে লাগল, তা অনুসন্ধানে পাঁচ সদস্যের কমিটি করেছে ফায়ার সার্ভিস।

ভয়াবহ এই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি নিরূপণ এবং ক্ষতিগ্রস্তদের তালিকা করতে আট সদস্যের আরেকটি কমিটি করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

আগুনে ৫ হাজারের মতো দোকান পুড়ে অন্তত ৭০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা দিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন।

আগুনে ক্ষতি নিরূপণ করে ব্যবসায়ীদের পুনর্বাসন করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান।

মঙ্গলবার ভোর ৬টা ১০ মিনিটে দেশের অন্যতম বড় কাপড়ের মার্কেট বঙ্গবাজারে আগুন লাগে। ফায়ার সার্ভিস মিনিট দুইয়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে গেলেও বাতাসের মধ্যে ঘিঞ্জি ওই মার্কেটের আগুন ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিসের অর্ধশত ইউনিটের চেষ্টায় সাড়ে ছয় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে বঙ্গবাজার মার্কেট, মহানগর মার্কেট, আদর্শ মার্কেট ও গুলিস্তান মার্কেট পুড়ে ছাই। ক্ষতিগ্রস্ত হয় পাশের আরও কিছু ভবন। রাত পর্যন্তও দুটি ভবনের ভেতরে আগুন জ্বলতে দেখা যায়।

কীভাবে এই আগুন লাগল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কেউ কিছু জানাতে পারেনি।

ফায়ার সার্ভিস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অগ্নিকাণ্ড তদন্তে ৫ সদস্যের একটি কমিটি গঠনের কথা জানান হয়।

বাহিনীর পরিচালক (অপারেশন্স) লেফটেনেন্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীকে সভাপতি করে গঠিত এই কমিটিতে সদস্য সচিব করা হয়েছে ঢাকা জোন-১ ঢাকার উপসহকারী পরিচালক মো. বজলুর রশিদকে।

কমিটির অন্য সদস্যরা হলেন- বাহিনীর ঢাকা বিভাগের উপপরিচালক দিনমনি শর্মা, সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম এবং ওয়ারহাউজ ইন্সপেক্টর অধীর চন্দ্র।

কমিটিকে ৭ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধজাবির হল থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
পরবর্তী নিবন্ধআঞ্চলিক সড়কেও টোল আদায় করা হবে: প্রধানমন্ত্রী