বঙ্গবন্ধু মেডিকেলের ভেতর থেকে পেট্রলবোমা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমই) ভেতর থেকে একটি পেট্রলবোমা পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার ভোরে খবর পেয়ে প্রশাসনিক ভবনের তৃতীয় তলায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কক্ষের সামনে থেকে পেট্রলবোমাটি উদ্ধার করা করেছে পুলিশ।

শাহবাগ থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানায়, প্রশাসনিক ভবনের তৃতীয় তলায় রেজিস্ট্রার রুমের সামনে একটি কাচের বোতলে পেট্রল ভরা দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে সেটি উদ্ধার করে নিয়ে গেছে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবুল হাসান জানান, কে বা কারা, কী উদ্দেশে বোমাটি রেখেছিল তা খতিয়ে দেখা হচ্ছে ।

ওসি বলেন, ‘আমরা খবর পেয়ে পেট্রলবোমা সাদৃশ্য একটি বস্তু উদ্ধার করেছি। আসলে পেট্রলবোমা কি না? কারা কী কারণে রেখেছিল তা তদন্তে বেরিয়ে আসবে। এর আগে নিশ্চিতভাবে কিছু বলতে পারছি না।’

প্রসঙ্গত, কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বর্তমানে বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসাধীন। তার মধ্যেই এই পেট্রলবোমা উদ্ধার ও আগুন লাগানোর ঘটনা ঘটল।

এ বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কমল কান্তি বড়ুয়া বলেন, ‘দুদিন আগেও ওই কক্ষের সামনে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। আমরা মনে করি, আমাদেরকে ভয় দেখানোর জন্য কেউ এটা করছে।’

পূর্ববর্তী নিবন্ধলাওসকে হারিয়ে বিশ্বকাপের প্রাক বাছাই শুরু বাংলাদেশের
পরবর্তী নিবন্ধঅবিশ্বাস্য কুল্টার-নাইল, লড়াকু সংগ্রহ অস্ট্রেলিয়ার