আন্তর্জাতিক যোগ দিবসে রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হয়েছে যোগাসন। ‘সামঞ্জস্য ও শান্তির জন্য যোগ’- এ স্লোগানকে সামনে রেখে দেশে তৃতীয়বারের মতো আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এ আয়োজন করেছে ভারতীয় হাইকমিশন।
জানা গেছে, নির্ধারিত সময় ভোর সাড়ে ৫টার মধ্যেই যোগাসন নেওয়ার জন্য স্টেডিয়ামে চলে আসেন রাজধানীবাসী। স্টেডিয়ামের বাইরেও পড়েছে মানুষের দীর্ঘ লাইন। পূর্ণ হয়ে গেছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। যোগাসনে অংশ নিচ্ছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেণ শিকদারসহ রাজনীতিবিদ, পেশাজীবীসহ নানা পেশার মানুষ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সকাল ৭টায় শুরু হয়েছে মূল অনুষ্ঠান। এর আগে ২০১৫ সালে দেশে প্রথমবারের মতো জাতীয় জাদুঘর প্রাঙ্গণে যোগ দিবস উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করে ভারতীয় হাইকমিশন। মিরপুর ইনডোর স্টেডিয়ামে আয়োজন করা হয় দ্বিতীয়বারের অনুষ্ঠান।