বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ থেকে তাপসের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক : আওয়ামীপন্থী আইনজীবীদের সংগঠন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সচিবের পদ ছেড়েছেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

শনিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পরিষদের আহ্বায়ক বরাবর ফজলে নূর তাপস পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে আইনজীবী সূত্র নিশ্চিত করেছেন।

সদ্যসমাপ্ত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (২০১৮-১৯) নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ-সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের ভরাডুবি হয়। নির্বাচনে সভাপতি, সম্পাদকসহ ১০টি পদে জয় পান বিএনপি ও জামায়াত-সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (নীল দল) সমর্থিত প্রার্থীরা। অন্যদিকে আওয়ামী লীগ-সমর্থিত ও সরকার সর্মথক আইনজীবীদের বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদ (সাদা হিসেবে পরিচিত) সমর্থিত প্রার্থীরা জয় পান ৪টি পদে।

তাপসের ঘনিষ্ঠ সূত্র জানায়, সাদা দলের মনোনীত প্রার্থীরা জয়ী না হওয়ার ব্যর্থতার দায় নিজের মনে করে তাপস পদত্যাগপত্র দিয়েছেন।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামীপন্থী সাদা দলের প্রার্থী মনোনয়ন দেয়া নিয়ে কয়েকজন জ্যেষ্ঠ আইনজীবী নেতার ক্ষোভ ছিল, যার প্রভাব পড়েছে ভোটে। অথচ বিএনপি-সমর্থিত নীল প্যানেলের মনোনীত প্রার্থীদের জেতানোর জন্য দলটির জ্যেষ্ঠ আইনজীবী নেতারা ছিলেন ঐক্যবদ্ধ।

পূর্ববর্তী নিবন্ধডিজিটাল আইনের চার ধারা নিয়ে ১০ দেশের ‘আপত্তি’
পরবর্তী নিবন্ধসবচেয়ে দ্রুততম উইকেট সেঞ্চুরি রশিদ খানের