পপুলার২৪নিউজ ডেস্ক: করোনাভাইরাস সংক্রমণ রোধে বগুড়া জেলা লকডাউনের ঘোষণা দিয়েছে প্রশাসন। জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ মঙ্গলবার বিকাল ৪টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বগুড়া জেলাকে লকডাউন ঘোষণা করেন।
জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ বলেন, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে মঙ্গলবার সকালে এক জরুরি বৈঠকে সিভিল সার্জন ও সংশ্লিষ্ট অন্যদের আবেদনের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তিনি বলেন, লকডাউন চলাকালে এ জেলায় জনসাধারণের প্রবেশ ও প্রস্থান নিষিদ্ধ, জাতীয় ও আঞ্চলিক সড়ক, মহাসড়ক ও রেলপথে অন্য কোনো জেলা বা উপজেলা হতে কেউ প্রবেশ করতে বা এ জেলা হতে অন্য জেলায় যেতে পারবে না। জেলার ভেতরে আন্তঃজেলা যাতায়াতের ক্ষেত্রেও একই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
এ ছাড়া সব ধরনের গণপরিবহন, জনসমাগম বন্ধ থাকবে। তবে জরুরি পরিষেবা এর আওতামুক্ত থাকবে। জনস্বার্থে জারি করা এ আদেশ পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বলবৎ থাকবে। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সিভিল সার্জন গওসুল আজিম বলেন, অন্য জেলার মতো লকডাউনের সব শর্তই মানা হবে।