বগুড়ায় ১৫০ ছাড়ালো করোনা শনাক্ত

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় প্রতিদিনই বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৬৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ১০ জন।

সোমবার (২৪ জানুয়ারি) সিভিল সার্জন অফিসের পরিসংখ্যান কর্মকর্তা শাহারুল ইসলাম জানান, ৩৪৫ নমুনা পরীক্ষায় নতুন করে ১৬৮ জন করোনায় আক্রান্ত হয়।  আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১৩০ জন, শেরপুরে ৯জন, গাবতলীতে চারজন, শাজাহানপুরে ১১ জন, ধুনটে একজন, শিবগঞ্জে তিনজন, কাহালুতে একজন, আদমদিঘিতে আটজন ও দুপচাঁচিয়া উপজেলায় একজন আক্রান্ত হয়েছেন।

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের আরটিপিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় ৮৭ জন আক্রান্ত হন। জিনএক্সপার্ট টেস্টে ১৪ জন, টিএমএসএস মেডিকেলে ৩০ শনাক্ত হন। অ্যান্টিজেন টেস্টে ৩৭ জন।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানের মেয়রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
পরবর্তী নিবন্ধ‘নদীর জলে শাপলা ভাসে’ মুক্তির অনুমতি পেল