বগুড়ায় বিষাক্ত মদপানে মৃত্যু বেড়ে ১০

নিজস্ব ডেস্ক:

বগুড়ায় বিষাক্ত মদপানে অসুস্থদের মধ্যে দেবনাথ রবিদাস (৫৫) নামের আরও একজনের মৃত্যু হয়েছে।

সোমবার (১ ফেব্রুয়ারি) গভীর রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এনিয়ে বিষাক্ত মদপানে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১০ জনে।

দেবনাথ রবিদাস শহরের পুরান বগুড়া ঋষি পল্লীর মৃত রামপদ রবিদাসের ছেলে। দেবনাথ রবিদাস মারা যাওয়ায় ঋষি পল্লীর একই পরিবারে বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু হলো। ঋষিপল্লীতে বিয়ের অনুষ্ঠান উপলক্ষে রোববার রাতে তারা অ্যালকাহোল জাতীয় মদ পান করে। এতে বিষক্রিয়ায় ঋষিপল্লীর সুমন তার বাবা প্রেমনাথ ও চাচা দেবনাথ মারা যায়। একই রাতে এবং পরদিন সোমবার সকাল থেকে রাত পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় আরও ৭ জনের মৃত্যু হয়।

এদিকে বিষাক্ত মদপানে মৃত্যুর ঘটনায় অবৈধভাবে অ্যালকাহোল বিক্রির অভিযোগে মনোয়ার হোসেন নামের একজন বাদী হয়ে সোমবার রাতে বগুড়া সদর থানায় মামলা করেছেন।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর বলেন, মামলায় তিনজন অ্যালকাহোল বিক্রেতাকে আসামি করা হয়েছে। তারা গ্রেফতার এড়াতে আত্মগোপন করেছে।

 

পূর্ববর্তী নিবন্ধবরিশালে যমজ ভাইয়ের সঙ্গে যমজ বোনের বিয়ে
পরবর্তী নিবন্ধমিয়ানমারে ২৪ মন্ত্রী বরখাস্ত, নতুন মন্ত্রী সেনা কর্মকর্তারা