পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
নাশকতা চেষ্টার অভিযোগে বগুড়ার শিবগঞ্জ উপজেলায় বিএনপি ও ছাত্রদলের আট নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
তবে সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয়, চলমান সদস্য সংগ্রহ অভিযান ঠেকাতেই বিএনপি নেতাদের গ্রেফতার করা হয়েছে।
শিবগঞ্জ থানার ওসি শাহিদ মাহমুদ খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১২টার দিকে কিচক ও উপজেলা সদর এলাকা থেকে বিএনপির সাত ও ছাত্রদলের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে।
তিনি বলেন, আটক ব্যক্তিরা নাশকতা চালানোর জন্য বৈঠক করছিলো। শনিবার দুপুরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
গ্রেফতার নেতাকর্মীদের মধ্যে রয়েছেন- শিবগঞ্জ থানার পৌর বিএনপির সভাপতি বুলবুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল করিম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবিএম কামাল সেলিম, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক মিঠু, কিচক ইউনিয়ন বিএনপির সভাপতি বেলায়েত খান সগির, সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুল আলিমসহ ছাত্রদল নেতা শাহীনুর ইসলাম রবি।
তবে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম যুগান্তরকে বলেন, বিএনপির চলমান সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ অভিযান বাধাগ্রস্ত করার জন্য অন্যায়ভাবে আট নেতাকে গ্রেফতার করা হয়েছে। তিনি অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তি দাবি করেন।