বগুড়ায় ধর্ষণের শিকার সেই ছাত্রীকে নিরাপত্তার জন্য সরকারি সেফ হোমে এবং তার নির্যাতিত মাকে ভিকটিম সাপোর্ট সেন্টারে আনা হয়েছে। আদালতের নির্দেশে মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে তাদের রাজশাহীতে আনা হয়।
এর আগে গতকাল সোমবার সকালে মা-মেয়েকে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার পর দুপুরের দিকে পুলিশ তাদেরকে বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ১ এবং শিশু আদালতের বিচারক ইমদাদুল হকের এজলাসে হাজির করে। এ সময় নির্যাতিত মেয়েটি ও তার মায়ের নিরাপত্তার ব্যাপারে আদালতের সিদ্ধান্ত চায় পুলিশ। এরপর বিকেলে এক আদেশে আদালত নির্যাতিত মেয়েটিকে রাজশাহী বিভাগীয় সরকারি সেফ হোমে এবং মাকে ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠানোর জন্য পুলিশকে নির্দেশ দেন।
এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা ও বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী বলেন, মা-মেয়ে বাসায় ফিরবেন, নাকি কোথায় যাবেন সেই সিদ্ধান্ত সোমবার দুপুরের দিকে শিশু আদালতের দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে মা-মেয়েকে হাজির করা হয়। আদালতের আদেশের পর বিকেলেই মেয়েকে রাজশাহী সেফ হোমে এবং মাকে ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়।
বগুড়া সদর থানার এসআই আসলাম সরকার বলেন, তার তত্ত্বাবধানে আজ মঙ্গলবার সকালে মা-মেয়েকে বগুড়া থেকে রাজশাহীর উদ্দেশে আনার জন্য তারা রওনা হন। পরে বেলা পৌনে ১২টার পুলিশ মা-মেয়েকে নিয়ে রাজশাহীতে পৌঁছেন। এরপর নির্যাতিত মাকে রাজশাহী নগরীর শাহ মখদুম থানা চত্তরে অবস্থিত ভিকটিম সাপোর্ট সেন্টারে এবং ধর্ষণ ও নির্যাতনের শিকার তার মেয়েকে পবার নওহাটায় সেফ হোমের তত্ত্বাবধায়কের কাছে বুঝিয়ে দেওয়া হয়।
মামলা সূত্রে জানা গেছে, নির্যাতিতা সেই ছাত্রী বগুড়া শহরের বাদুড়তলা এলাকায় বসবাসকারী এক চা বিক্রেতার মেয়ে।
সে শহরের জুবিলী ইনস্টিটিউশন থেকে এবার এসএসসি পাস করে কলেজে ভর্তি হতে পারেনি। প্রতিবেশী আলী আজম দিপু তাকে বলে, শ্রমিক লীগ নেতা তুফান এ কাজে সাহায্য করতে পারবে। পরে তুফান সরকার দিপুর মাধ্যমে মেয়েটিকে চার হাজার টাকা দিয়ে একটি কলেজে ভর্তির জন্য পাঠায়। কিন্তু ভর্তি হওয়া সম্ভব হয়নি।মামলায় অভিযোগ করা হয়, গত ১৭ জুলাই বগুড়া শহর শ্রমিক লীগের সভাপতি তুফান স্ত্রী-সন্তান বাসায় না থাকার সুযোগে মেয়েটিকে বাসায় ডাকে এবং দিনভর আটকে রেখে কয়েক দফা শ্লীলতাহানি ঘটায়। মেয়েটি রক্তক্ষরণ নিয়ে বাসায় যায় এবং তার মা ঘটনাটি জানতে পারেন। কিন্তু তুফান সরকার মুখ না খুলতে শাসিয়ে দেওয়ায় তারা বিচারপ্রার্থী হয়নি। এদিকে ধর্ষণের কথা জানতে পেরে তুফানের স্ত্রী আশা খাতুন, তার বড় বোন পৌরসভার সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর মার্জিয়া হাসান রুমকি এবং মা রুমী বেগম মেয়েটির বাড়িতে যায়। তারা ধর্ষণের বিচার করে দেওয়ার কথা বলে মেয়েটি ও তার মাকে রুমকির চকসূত্রাপুরের অফিসে নিয়ে আসে। তারা দুজনের বিরুদ্ধে যৌন ব্যবসার মিথ্যা অপবাদ দেয়। এরপর তুফান সরকারের লোকজন দুজনকে লাঠিপেটা করে এবং একপর্যায়ে নাপিত ডাকে। প্রথমে মা-মেয়ের মাথার চুল কেটে দেওয়া হয় এবং একপর্যায়ে তুফান সরকারের স্ত্রীর নির্দেশে দুজনকে ন্যাড়া করে দেওয়া হয়। এরপর ২০ মিনিটের মধ্যে বগুড়া শহর ছেড়ে গ্রামের বাড়ি চলে যাওয়ার জন্য শাসিয়ে দুজনকে রিকশায় তুলে দেওয়া হয়। ওই অবস্থায় তারা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়। পরে সদর থানা পুলিশ খবর পেয়ে রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালে যায় এবং মা-মেয়ের বক্তব্য শুনে তাৎক্ষণিক অভিযানে নামে। রাত সাড়ে ১২টার দিকে তুফান সরকারকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তার তিন সহযোগীকেও ধরা হয়। এ ঘটনায় ধর্ষিতার মা বাদী হয়ে গত ২৮ জুলাই রাতে মামলা দায়ের করেন।