বগুড়ায় অপহরণকারী চক্রের নারীসহ ৯ সদস্য গ্রেফতার

পপুলার২৪নিউজ ডেস্ক :

বগুড়ায় মুক্তপনের দাবিতে অপহৃত বেসরকারি উন্নয়ন সংস্থা এসকে ফাউন্ডেশনের শাখা ম্যানেজার জাহিদুল ইসলামকে (৩২) উদ্ধার ও ৪ নারীসহ অপহরণকারী চক্রের ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- স্বপ্না বেগম (২৮), মালা বেগম (২০), শারমীন আক্তার (৩০), রেখা বেগম (২২), সুলতান (২৬), মানিক (২৬), মনির (২৮), পিয়াস (৩০) ও আব্দুল গফুর (৩০)। আজ বগুড়া সদর থানা পুলিশ অভিযান চালিয়ে অপহরণকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও অপহৃত ব্যক্তিকে উদ্ধার করে।

জানা যায়, এসকে ফাউন্ডেশন নামে একটি এনজিও প্রতিষ্ঠানের বগুড়া সদরের ঘোড়াধাপ শাখার ম্যানেজার জাহিদুল ইসলাম। সে সোমবার অফিসের কাজে সন্ধ্যা সোয়া ৭ টার দিকে বের হন এবং নিশিন্দার এলাকায় কাজ শেষে পুনরায় অফিসে ফিরছিলেন। পথে মাটিডালি মক্কা গ্যারেজে এলাকায় কয়েক জন যুবক তাকে মটরসাইকেলে জোরপূর্বক তুলে নিয়ে মালতিনগর এলাকার স্বপ্না বেগমের বাড়িতে নিয়ে যায়। পরে তার পরিবারের নিকট থেকে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। অপরহণকারীদের দাবিকৃত টাকার মধ্যে জাহিদুলের পরিবার সোমবার রাতে বিকাশ’র মাধ্যমে প্রথম দফায় ২০ হাজার টাকা ও পরে আরো ৫ দফায় মোট ১ লাখ ষোল হাজার টাকা দেয়। ঘটনার পরের দিনে মঙ্গলবার দুপুরে অপহৃত ব্যক্তির পরিবারর সদর থানা পুলিশকে বিষয়টি জানায়।

বগুড়া সদর থানার ওসি (তদন্ত) আসলাম আলী জানায়, অভিযোগ পাওয়ার পর বগুড়া উপশহর এলাকার একটি বিকাশ পয়েন্টের সামনে থেকে মুক্তিপণের টাকা নিতে আসা অপহরণকারী চক্রের সুলতান ও মানিককে আটক করা হয়। পরে পুলিশ সুলতানগঞ্জ স্কুল এলাকায় অভিযানে চালিয়ে আরো ৩ জন এবং তাদের স্বীকারোক্তি অনুযায়ি মালতিনগর এলাকা থেকে অপহৃত জাহিদুলকে উদ্ধার ও অপহরণকারী চক্রের সদস্য ৪ মহিলা এবং রাতে আরো ১ জনকে গ্রেফতার করে। এব্যপারে ব্যাকমেইল, অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগ বগুড়া সদর থানায় ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। অভিযুক্তদের মধ্যে ২ জন পলাতক রয়েছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে।

পূর্ববর্তী নিবন্ধনামের বিড়ম্বনায় পিয়া
পরবর্তী নিবন্ধদুই অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসর