বগুড়া-৬ আসনে আ.লীগের প্রার্থী নিকেতা

 পপুলার২৪নিউজ প্রতিবেদক:

বগুড়া-৬ আসনের উপনির্বাচনে নৌকা প্রতীক নিয়ে লড়বেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক টি জামান নিকেতা।

এ আসনে নির্বাচিত হয়েও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ না নেয়ায় আসনটি শূন্য ঘোষণা করে আগামী ২৪ জুন উপনির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে।

রোববার সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের এক সভায় এ সিদ্ধান্ত হয়।

বোর্ডের সদস্য ও দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ সাংবাদিকদের বলেন, বগুড়া-৬ আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন দেয়া হয়েছে টি জামান নিকেতাকে।

গত ৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া সদরের এই আসনে আওয়ামী লীগের কোনো প্রার্থী ছিল না। তখন মহাজোট থেকে জাতীয় পার্টির নুরুল ইসলাম ওমরকে প্রার্থী করা হয়েছিল।

ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে উপনির্বাচনে বিএনপি অংশ নেবে কিনা, তা এখনো নিশ্চিত নয়।

পূর্ববর্তী নিবন্ধঅনলাইন বাজার জনপ্রিয় হলেও বিক্রিতে প্রভাব পরেনা শপিং মল বা মাকের্টের দোকানে
পরবর্তী নিবন্ধমহেশখালীতে কবরস্থান দখলমুক্ত করার দাবিতে বিশাল মানববন্ধন