বকেয়া বেতনের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

জেলা প্রতিনিধি

বকেয়া বেতন এবং ওভারটাইম ডিউটির পাওনা পরিশোধের দাবিতে সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন প্রতীক অ্যাপারেলস লিমিটেড নামের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। এতে ওই মহাসড়কে দেখা দেয় দীর্ঘ যানজট।

রোববার (২ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের কর্ণপাড়া এলাকায় মহাসড়ক অবরোধ করে এ বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা।

বিক্ষুব্ধ শ্রমিকদের অভিযোগ, কারখানার কর্তৃপক্ষ ব্যাংক লেনদেনের জটিলতা দেখিয়ে শ্রমিকদের প্রায় চার মাস ধরে বেতন বন্ধ রাখে। গত ২৭ ফেব্রুয়ারি বেতন ও ওভারটাইমের পাওনা পরিশোধের কথা ছিল। কিন্তু ওইদিন রাত ১০টা পর্যন্ত শ্রমিকদের বসিয়ে রেখেও বকেয়া বেতন দিতে ব্যর্থ হয় কারখানা কর্তৃপক্ষ। রোববারও (২ মার্চ) বকেয়া বেতন পরিশোধের কথা ছিল। এদিনও কর্তৃপক্ষ গা ঢাকা দেয়। এরপরই শ্রমিকরা বকেয়া বেতন ও ওভারটাইমের টাকা পরিশোধের দাবিতে মহাসড়কে নেমে আসেন।

এদিকে, সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন শিল্প পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভুইয়া বলেন, শ্রমিকরা গত জানুয়ারি মাসের বেতন পাবে বলে আমরা জানি। কারখানা কর্তৃপক্ষ আজ (রোববার) বেতন পরিশোধেল জন্য সকাল থেকে শ্রমিকদের আশ্বাস দেয়। ইফতারের পর শ্রমিকরা কারখানার সামনে এসে জানতে পারেন আজও তাদের বকেয়া বেতন পরিশোধ করা হবে না। এরপর তারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

তিনি জানান, এক মাসের বেতন বকেয়ার কথা শুনেছি। চার মাসের অন্যান্য বকেয়া যেমন- ওভারটাইম ও টিফিনের বিল থাকতে পারে। পরে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে তুলে দেওয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধড. ইউনূস, আ.লীগ-জামায়াতকে নিয়ে যা বললেন নোবেলজয়ী অমর্ত্য সেন
পরবর্তী নিবন্ধঅস্কার পেল ফিলিস্তিনি তথ্যচিত্র ‘নো আদার ল্যান্ড’