বকুলতলায় শরৎ উৎসব উদযাপন

পপুলার২৪নিউজ ,রাজু আনোয়ার:

বাঙালির মানস কাঠামোতে অসাম্প্রদায়িক চেতনার বিকাশ এবং দেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে প্রজন্মান্তরে বয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকারে শরৎ উৎসব উদযাপন করলো রাজধানীবাসী। শনিবার ভোরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর উদ্যোগে এ উৎসবের আয়োজন করা হয়।
উৎসবের উদ্বোধক ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান বলেন, “বর্ষা শেষে অপেক্ষা, কখন আসবে একটি সুন্দর সময়! এখন আকাশে ভেসে বেড়ায় সাদা কালো মেঘ, কখনও আবার আবছায়া। প্রকৃতির এমন খেলায় শরতের আনন্দোৎসব এসে জানিয়ে গেল, আমাদের সামনের দিনগুলো আলোকময়।
বাংলার ঋতু বৈচিত্র্য বাঙালির মনে অসাম্প্রদায়িক চেতনার জন্ম দিয়েছে মন্তব্য করে তিনি বলেন, আবহমান বাংলার সংস্কৃতিক ঐতিহ্যের একটি শক্তিশালী অনুষঙ্গ শরৎ । মানস কাঠামোতে, জীবন আচারে বাঙালি অসাম্প্রদায়িক চেতনা নিয়ে আসে শরতের দুর্গোৎসব।
এসময় শরৎ উৎসবের তাৎপর্য নিয়ে আরো কথা বলেন সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর নিগার চৌধুরী, সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট।
বক্তারা বলেন, শুধু আনন্দ-উৎসবে নয়, শরতসহ সব ঋতুবৈচিত্র্যের ঐতিহ্য টিকিয়ে রাখতে উদ্যোগী হতে হবে সকলকে।
এর আগে শিল্পী নুরুল হকের সন্তুরে রাগ পরিবেশনায় শুরু হয় সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর শরৎ উৎসবের আনুষ্ঠানিকতা।

অনুষ্ঠানে একক সংগীত পর্বে মহাদেব ঘোষ গেয়ে শোনান রবীন্দ্রসঙ্গীত ‘অমল ধবল পালে’। শিল্পী অনিমা রায় শোনান রবীন্দ্রসঙ্গীত ‘ আমার রাত পোহালো ও দেখো দেখো সুখতারা’, সুমনা মজুমদার শোনান নজরুলসঙ্গীত ‘ভোরের ঝিলের জলে শালুক পদ্ম তোলে’, সঞ্জয় কবিরাজ শোনান নজরুলসঙ্গীত ‘শিউলি ফুল দোলে’, বিমান চন্দ্র বিশ্বাস শোনান ‘ও আকাশ বল আমারে’। একক আবৃত্তি পর্বে নায়লা তারান্নুম চৌধুরী কাকলী শোনান কাজী নজরুল ইসলামের ‘বাংলাদেশ নম নম নম’।
এসময় সালমা মুন্নির পরিচালনায় দলীয় নৃত্য পরিবেশন করে নৃত্যাক্ষ, অনিক বসুর পরিচালনায় নৃত্য পরিবেশন করে স্পন্দন, নাঈম হাসান সুজার পরিচালনায় নৃত্যজন, ফারহানা চৌধুরী বেবীর পরিচালনায় বাফা দলীয় নৃত্য পরিবেশনা করে।
দলীয় সঙ্গীত পর্বে রবীন্দ্রসংগীত ‘মেঘের কোলে রোদ হেসেছে’, সত্যেন সেন শিল্পীগোষ্ঠী শোনায় নজরুলসঙ্গীত ‘আজি শারদ প্রাতে’, ঋষিজ শিল্পীগোষ্ঠী শোনায় ‘আজও আছে একতারা আর নকশি কাঁথার মাঠ’, বহ্নিশিখা শোনায় ‘বিশ্ব সাথে জেগে যেথায় বিহারো’।
এদিন বিকালের পর্বে সঙ্গীত পরিবেশন করবেন স্বভূমি লেখক শিল্পী কেন্দ্র, গীত শতদল, সমন্বয়, পঞ্চভাস্বর, উজান। দলীয় আবৃত্তি পরিবেশন করবে কণ্ঠশীলন, ঢাকা স্বরকল্পন ও কল্পরেখা।

পূর্ববর্তী নিবন্ধমাত্র ৩৫ রানে অলআউট পাকিস্তানের প্রথম শ্রেণির দল
পরবর্তী নিবন্ধইন্টারনেট কাপাঁচ্ছেন শচীন কন্যা সারা টেন্ডুলকার