পপুলার২৪নিউজ প্রতিবেদক:
ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, “এবারের বইমেলার প্রতিটি ইঞ্চি সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে। ” বইমেলা প্রাঙ্গণের ডিএমপি কন্ট্রোল রুমের সামনে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।
ডিএমপি কমিশনার বলেন, বাংলা একাডেমি প্রাঙ্গণে আসন্ন বইমেলা ২০১৭ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রত্যেকটি প্রবেশ পথে আর্চওয়ে থাকবে। মেলায় প্রবেশের সময় সবার দেহ তল্লাশি করা হবে। মেলা প্রাঙ্গণে ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে। এ ছাড়া সার্বক্ষণিক নজরদারিতে রাখবে পুলিশের টহল টিম।
ডিএমপি কমিশনার আরও বলেন, টিএসসি থেকে দোয়েল চত্বর পর্যন্ত কোনো বহিরাগত গাড়ি প্রবেশ করতে দেওয়া হবে না। যেসব গাড়িতে বাংলা একাডেমি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিল অথবা জরুরি কাজের জন্য ব্যবহার করা গাড়ি এর আওতামুক্ত। অগ্নি নির্বাপনের জন্য ফায়ার সার্ভিসের দলও দায়িত্ব পালন করবে। আলোর নিশ্চয়তার জন্য সার্বক্ষণিক বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে। কোনো সমস্যা হলে ব্যবস্থা করা হয়েছে দুটি জেনারেটরেরও।