ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন বলেছেন, মালিবাগের ফ্লাইওভার দুর্ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সোমবার দুপুরে মালিবাগ রেলগেট এলাকায় দুর্ঘটনাস্থল পরিদর্শনকালে ডিএসসিসি মেয়র সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি আরো বলেন, উড়ালসেতুর গার্ডার পড়ে হতাহতের ঘটনায় দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে কোনো ছাড় দেয়া হবে না।
সাঈদ খোকন বলেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে মৌচাক-মালিবাগ ফ্লাইওভার প্রকল্পের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল কালাম আজাদের নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে অবিলম্বে এ ব্যাপারে প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়েছে।
এ ঘটনায় গভীর সমবেদনা প্রকাশ করে মেয়র ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও পরিবারের প্রতি ক্ষতিপূরণ প্রদান ও আহতদের চিকিৎসার ব্যয়ভার বহনের আশ্বাস দেন।
উল্লেখ্য, গতকাল রবিবার দিবাগত রাত ২টার দিকে রাজধানীর মালিবাগ রেলগেট সংলগ্ন নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার পড়ে স্বপন নামে এক পথচারী নিহত হন।