নিজস্ব প্রতিবেদক: ফেসবুক ভিত্তিক গ্রুপ “ফ্রেন্ডস জোন ‘৯৮ এসএসসি ব্যাচের” ৬ষ্ট বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আনন্দ আয়োজনের রেজিস্ট্রেশন শুরু হয়েছে দেশব্যাপী। আগামী ২৪ শে ডিসেম্বর পর্যটন শহর কক্সবাজারের হোটেল শৈবালে দিনব্যাপী এ অনুষ্ঠান চলবে। সারাদেশ থেকে এসএসসি ৯৮ ব্যাচের বন্ধুদের নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানের নাম রাখা হয়েছে “‘একত্রিত ৯৮ বাংলাদেশ “‘। রাজধানী ঢাকা ও বন্দর নগরী চট্টগ্রামের বন্ধুদের কাছে ইতিমধ্যে আমন্ত্রণ কুপন হস্তান্তর করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রামের বন্ধুদের মাঝে আনুষ্ঠানিকভাবে এ কুপন হস্তান্তর করা হয়। এ সময় ৯৮ বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রোগ্রাম এর আহবায়ক, ইঞ্জিয়ার তারেকুল ইসলাম, সদস্য সচিব, ও ফ্রেন্ডস জোন ৯৮ এর ক্রিয়েটর এডমিন মুঃ শহীদুল আলম, এডমিন মৃদুল কান্তি দেবনাথ, এডমিন নাহিদা আহনাফ, মডারেটর নাসিমা জাহিদ, রনি ডি, এস, মাসুদ রানা, মাসুদ তালুকদার, দিদারুল আলম, আবু তৈয়ব, পারভেজ খান মোঃ দোলন, নাট্যকার শিবলু, সানিয়া আনজুমান, এম খান, মতিন, মাহিন উদ্দিন, টিটু, আনু হোসেনসহ ৯৮ ব্যাচ এর অনেক বন্ধুরা।
এর আগে ফ্রেন্ডস জোন ৯৮ এর গ্রুপ ক্রিয়েটর মুঃ শহীদুল আলম, এডমিন মো বাবুল হোসেন, এডমিন মুক্তা আক্তার, এডমিন মৃদুল দেবনাথ, এডমিন জাহাঙ্গীর আলম জ্যাক এডমিন ইন্জিনিয়ার সোবহান সহ অন্যান্য সদস্যরা রাজধানী ঢাকায় এসে ৯৮ এর অন্যান্য গ্রুপের বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ করেন। ঢাকার বন্ধু ফারুক, মুশফিক, রিমন লেনিন, ডা. মেহেদী, আতিক রহমান সহ শতাধিক বন্ধুদের সঙ্গে সাক্ষাত করে তাদের কক্সবাজারে একত্রিত ৯৮ অনুষ্ঠানে নিমন্ত্রন করেন ফ্রেন্ডস জোনের এডমিন প্যানেল। এসময় ঢাকার বন্ধুদের হাতে তারা আমন্ত্রণ কুপন তুলে দেন।
ঢাকাসহ সারা দেশের বন্ধুরা ফোন বা মেসেঞ্জারে যোগাযোগের মাধ্যমে এসব বন্ধুদের কাছ থেকে তাদের টিকেট বা কুপন সংগ্রহ করতে পারবেন। ফ্রেন্ডস জোন ৯৮ গ্রুপ ক্রিয়েটর শহীদুল বলেন, আমরা বন্ধুদের জন্য বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত ও পর্যটন নগরী কক্সবাজারে এই প্রোগ্রামের আয়োজন করছি। হোটেল শৈবালে দিনভর চলবে এই আনন্দ আয়োজন। সারা দেশ থেকে সহাস্রাধিক বন্ধু এই প্রোগ্রামে একত্রিত হবে বলে আশা করছি। শহীদুল আরও বলেন, আমরা বন্ধুদের জন্য একটা ভিন্নধর্মী অনুষ্ঠান করতে যাচ্ছি। আশা করি বন্ধুরা পছন্দ করবে এবং চিরদিন এই আয়োজন তাদের মনে বিশেষ স্মৃতি হিসেবে অম্লান থাকবে।
শহীদুল এই আয়োজন সম্পন্ন করার জন্য সকল ৯৮ বন্ধুদের সহযোগিতা কামনা করেছেন। ঢাকায় কূপন সংগ্রহ করতে পারবে, মুক্তা, বাবুল, রমজান সুমন, রিমন লেলিন, আতিক রহমান, মাসুদরানা, হাসিবুবুখ্যাত শওকত জাহান, চট্টগ্রামে, মৃদুল, মাসুদ তালুকদার, নাহিদা, অজয়,