ফেসবুক ভিআর দলে শাওমির হুগো বারা

পপুলার২৪নিউজ ডেস্ক:

7সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ভার্চ্যুয়াল রিয়ালিটি (ভিআর) দলে ভাইস প্রেসিডেন্ট হিসেবে যোগ দিয়েছেন হুগো বারা। গত বুধবার ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ এক ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য জানান। হুগো বারা সর্বশেষ চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান শাওমির ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত ছিলেন।
ফেসবুকে হুগোর যোগ দেওয়া নিয়ে মার্ক জাকারবার্গ বলেন, ‘আমার মতো হুগোও বিশ্বাস করেন যে ভার্চ্যুয়াল ও অগমেন্টেড রিয়ালিটি হবে আগামী দিনের মূল কম্পিউটিং প্ল্যাটফর্ম, যা আমাদের আরও বেশি সৃজনশীল করে তুলবে। ভবিষ্যৎ নির্মাণে হুগো আমাদের সহযোগিতা করবেন।’ অন্যদিকে হুগো বারা নতুন প্রতিষ্ঠানে যোগ দিতে পেরে বেশ রোমাঞ্চিত। এক ফেসবুক বার্তায় তিনি বলেন, ‘ভবিষ্যতের প্রযুক্তি বিনির্মাণে মনোযোগী হতে চাই।’
হুগো ফেসবুকে ভিআর ও অকুলাস দলের নেতৃত্ব দেবেন। শাওমির আগে তিনি ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত গুগলের অ্যান্ড্রয়েড বিভাগে কাজ করেছেন। এরপর ২০১৩ সালেই যোগ দিয়েছিলেন শাওমিতে। তাঁর নেতৃত্বে প্রতিষ্ঠানটি বেশ সাফল্য পেয়েছে। সূত্র: সিনেট

পূর্ববর্তী নিবন্ধজিমেইলের দুই স্তরের নিরাপত্তা
পরবর্তী নিবন্ধপদ্মশ্রী পেলেন অনুরাধা ও কৈলাস