তবে চাইলে এ সব তথ্য সংরক্ষণ করতে ব্যাকআপ নিতে পারবেন। কিভাবে কাজটি করতে হবে এ টিউটোরিয়ালে তা তুলে ধরা হল;
লগইনের পর উপরের ডান দিকে থাকা মেন্যু থেকে সেটিংস অপশনে যেতে হবে। এরপর সেটিং পেজটি চালু হলে যেখান থেকে ‘general’ অপশনে যেতে হবে। সেখানে থেকে ‘General Account Settings’ অপশন থেকে ‘download a copy of your facebook data’-এ অপশনটিতে ক্লিক করতে হবে।
নতুন একটি পেজ চালু হবে সেখানে ‘download archive’-এ ক্লিক করে ব্যবহারকারীর ফেসবুকে পাসওয়ার্ড পুনরায় দিতে হবে। তাহলে যে মেইল আইডি দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খোলা হয়েছিল সেখানে ফেসবুকের সম্পূর্ণ ব্যাকআপ চলে যাবে।
তবে পুরো প্রক্রিয়া শেষ করে তথ্যের ব্যাকআপ পাঠাতে বেশ খানিকটা সময় নেবে। এ সময়টা নির্ভর করবে ব্যবহারকারীদের তথ্য, ছবি ও ভিডিওয়ের সংখ্যা ও সাইজের উপর। ব্যাকআপ ফাইলটি মেইলে জিপ ফরম্যাটে থাকবে। আনজিপ করে ফাইলগুলো দেখে নেয়া যাবে। টেকশহর।