ফেলে না রেখে দ্রুত কাজ করতে প্রধানমন্ত্রীর নির্দেশ

 পপুলার২৪নিউজ প্রতিবেদক:

কাজ ফেলে না রেখে তা দ্রুত করতে মন্ত্রিসভার নতুন সদস্যদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন।

সোমবার  নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শেখ হাসিনা।

বৈঠকের বিষয়ে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। প্রথম বৈঠকে প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সদস্যদের উদ্দেশ্যে কী বলেছেন- জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘প্রধানমন্ত্রী বরাবর যে কথাগুলো বলে আসছেন, সেগুলোই বলেছেন। প্রথম হলো দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। সব জায়গায় সুশাসন কায়েম করা। সততা ও দক্ষতা- এগুলোর সঙ্গে কাজ করা। জনবান্ধব জনপ্রশাসন তৈরি করা; মানে কাজ ফেলে রাখা যাবে না, দ্রুত শেষ করতে হবে।’

শফিউল আলম আরও বলেন, ‘বাংলাদেশকে একচল্লিশের (২০৪১ সালের মধ্যে উন্নত দেশে রূপান্তর) জায়গায় নিয়ে যেতে হলে আমাদের স্পিডে কাজ করতে হবে। এমন ম্যাসেজ আর কী…’

 

পূর্ববর্তী নিবন্ধনাইকো মামলায় চার্জ গঠনের পরবর্তী শুনানি ৪ ফেব্রুয়ারি
পরবর্তী নিবন্ধসৈয়দ আশরাফের স্মৃতিচারণে আবেগাপ্লুত প্রধানমন্ত্রী