ফের মুখোমুখি শিক্ষার্থী-ব্যবসায়ী, নিউমার্কেট এলাকায় উত্তেজনা

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর নিউমার্কেটের সামনে দোকান কর্মচারীরা এবং ঢাকা কলেজের সামনে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন। ফলে ওই এলাকায় আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

এসময় সেখানে ১০-১২টি পটকা ফাটানোর শব্দ শোনা যায়। দুই পক্ষ আবারও মুখোমুখি অবস্থান নেওয়ায় ওই এলাকার সব সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

জানা গেছে, বুধবার (২০ এপ্রিল) বিকেলে নিউমার্কেট খুলে দেওয়া হয়েছে- এমন খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে ঢাকা কলেজের ফটকের সামনে জড়ো হতে শুরু করেন শিক্ষার্থীরা। পরে তারা নিউমার্কেট খোলার প্রতিবাদে বিক্ষোভ শুরু করেন।

একই সময়ে নিউমার্কেটের সামনেসহ আশপাশের এলাকায় ব্যবসায়ী ও দোকান কর্মচারীরাও অবস্থান নেন।

ঢাকা কলেজ শিক্ষার্থীদের দাবি- গত দুদিন ধরে চলা সংঘর্ষের ঘটনার সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত নিউমার্কেটের কোনো দোকান খোলা যাবে না।

সরেজমিনে দেখা গেছে, সড়কে শিক্ষার্থীরা নানা স্লোগান দিচ্ছেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে বিপুল সংখ্যক পুলিশ সদস্য অবস্থান নিয়েছেন। যান চলাচল একেবারেই বন্ধ রয়েছে। ব্যবসায়ীরা সড়কে নেমে এলেও পুলিশ তাদের সরিয়ে দেয়।

শিক্ষার্থীরা বলছেন, তাদের সঙ্গে আলোচনা ছাড়াই ব্যবসায়ীরা একতরফাভাবে সংবাদ সম্মেলন করে সংঘর্ষের পেছনে তাদের দায়ী করেছেন। ঢাকা কলেজের শিক্ষার্থীদের দায়ী করে ব্যবসায়ীদের দেওয়া বক্তব্য প্রত্যাহার করতে হবে । বিষয়টির সমাধান না হওয়া পর্যন্ত নিউ মার্কেটের সব দোকান বন্ধ রাখতে হবে।

এর আগে দুপুরে নিউ মার্কেট দোকান মালিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে সমিতির ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন বলেন, সোমবার রাত আনুমানিক ১১টার সময় দুটি ফাস্টফুডের দোকানের দুই কর্মচারীর মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর একদল মার্কেটের চার নম্বর গেট দিয়ে প্রবেশ করে ভাঙচুর চালায়।

তখন আমরা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সাহায্য চাই, তারা তাৎক্ষণিকভাবে আমাদের সাহায্য করেন। আমরা জানতে পারি এ ঘটনায় ঢাকা কলেজের ছাত্ররা জড়িত। মঙ্গলবার আমাদের প্রশাসনের পক্ষ থেকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখতে বললে আমরা বন্ধ রাখি। এরপরও একদল উশৃঙ্খল যুবক ধাওয়া পাল্টা ধাওয়া অব্যাহত রাখে।

গত সোমবার রাত ১২টার দিকে রাজধানীর নিউ মার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। মঙ্গলবার দিনভর দফায় দফায় চলে সংঘর্ষ।

পূর্ববর্তী নিবন্ধনিউমার্কেটে দোকান খোলার অপেক্ষায় ব্যবসায়ীরা
পরবর্তী নিবন্ধসরকার উৎখাতে ব্যস্তদের ‘কর্মসূচি’ তুলে ধরতে বললেন প্রধানমন্ত্রী