ফের পেছাল মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ

পপুলার২৪নিউজ ,জেলা প্রতিনিধি:
টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ আবারও পিছিয়েছে। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ থেকে অসুস্থজনিত কারণে ফারুক হত্যা মামলার প্রধান আসামি ঘাটাইল (৩) আসনের বর্তমান এমপি আমানুর রহমান রানাকে হাজির না করায় সাক্ষ্যগ্রহণ করা হয়নি।

আগামী ২৭ নভেম্বর সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন ধার্য করা হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, বুধবার টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবুল মনছুর মিয়ার আদালতে ফারুক হত্যা মামলার সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য ছিল। কিন্তু এমপি রানাকে অনুস্থতার কারণে আদালতে হাজির না করায় সাক্ষ্য গ্রহণ হয়নি। এ নিয়ে দ্বিতীয়বারের মতো সাক্ষ্য গ্রহণ পেছাল।

এই মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী টাঙ্গাইলের অতিরিক্ত পিপি মনিরুল ইসলাম খান জানান, আদালতের বিচারক আবুল মনছুর মিয়া বুধবার সকাল ১১টায় এজলাসে বসেন এবং প্রথমেই চাঞ্চল্যকর এই হত্যা মামলার কার্যক্রম শুরু করেন। রাষ্ট্রপক্ষ মামলার বাদি নাহার আহমেদ, ছেলে আহমেদ মজিদ সুমন ও মেয়ে ফারজানা আহমেদ মিথুনের হাজিরা দাখিল করেন। কিন্তু মূল আসামি উপস্থিত না থাকায় রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের শুনানি শেষে বিচারক মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন ২৭ নভেম্বর। এরই প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বাদীপক্ষের লোকজন।

দীর্ঘ ২২ মাস পলাতক থাকার পর এমপি রানা গত ১৮ সেপ্টেম্বর এই আদালতেই আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।

আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বর্তমানে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগারে আছেন। বেশ কয়েক দফা উচ্চ আদালত ও নিম্ন আদালতে আবেদন করেও জামিন পাননি তিনি।
উল্লেখ্য, ২০১৩ সালের ১৮ জানুয়ারি রাতে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও মুক্তিযোদ্ধা ফারুক আহমদকে গুলিবিদ্ধ অবস্থায় তার কলেজপাড়া এলাকার বাসার কাছ থেকে উদ্ধার করা হয়। টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার তিনদিন পর তার স্ত্রী নাহার আহমেদ বাদি হয়ে টাঙ্গাইল মডেল থানায় মামলা দায়ের করেন। প্রথমে মামলাটি টাঙ্গাইল মডেল থানা পুলিশ তদন্ত করলেও পরবর্তীতে জেলা গোয়েন্দা পুলিশ মামলাটি তদন্ত করে এবং গত বছর ৩ ফেব্রুয়ারি এমপি রানা ও তার তিন ভাইসহ মোট ১৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে।

 

পূর্ববর্তী নিবন্ধজয় হত্যাচেষ্টা মামলার তদন্ত প্রতিবেদন ৪ ডিসেম্বর
পরবর্তী নিবন্ধজামালপুরে অটোরিকশা উল্টে নিহত ১