ফের পেছাল দীপন হত্যা মামলার প্রতিবেদন

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
প্রকাশক ফয়সাল আরেফিন দীপন হত্যা মামলার প্রতিবেদন দাখিল পিছিয়ে আগামী ২১ নভেম্বর নতুন দিন ধার্য করেছেন আদালত।

নির্ধারিত দিন মঙ্গলবার মহানগর গোয়েন্দা পুলিশ এ মামলার প্রতিবেদন দাখিল করতে না পারায় এ আদেশ দেন ঢাকা মহানগর হাকিম মো. গোলাম নবী।

২০১৫ সালের ৩১ অক্টোবর বিকালে ঢাকার শাহবাগের আজিজ সুপার মার্কেটের তৃতীয় তলায় জাগৃতি প্রকাশনীর কার্যালয়ে ফয়সাল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যা করা হয়।

সেদিনই লালমাটিয়ায় আরেক প্রকাশনা সংস্থা শুদ্ধস্বরের কার্যালয়ে ঢুকে এর কর্ণধার আহমেদুর রশীদ চৌধুরী টুটুলসহ তিনজনকে কুপিয়ে আহত করা হয়।

ওই দুই প্রকাশনা থেকেই বিজ্ঞান লেখক অভিজিৎ রায়ের বই প্রকাশিত হয়েছে, যিনি ওই বছরই একইভাবে খুন হন।

একই দিনে দুই প্রকাশকের ওপর হামলার পেছনে আনসারুল্লাহ বাংলাটিমকে সন্দেহ পুলিশের। এর আগে অভিজিৎ রায়সহ ব্লগার হত্যার তদন্তেও ওই জঙ্গি সংগঠনটির নাম উঠে এসেছে।

দীপন হত্যার ঘটনায় শাহবাগ থানায় তার স্ত্রী ডা. রাজিয়া রহমানের করা মামলায় সংগঠনটির তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন- মাঈনুল হাসান শামীম, আব্দুস সামাদ ওরফে আব্দুস সবুর ও খায়রুল ইসলাম।

হত্যার ঘটনায় শামীম ১৬৪ ধারায় হাকিমের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আর সবুরকে কয়েক দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধরোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার কোনো বিকল্প নেই:দীপু মনি
পরবর্তী নিবন্ধখুলনায় ভাড়াটিয়ার হাতে বাড়িওয়ালা খুন