ফেরিতে যাত্রীচাপে ৫ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি:

শিমুলিয়া-বাংলাবাজার রুটে ফেরিতে যাত্রীদের চাপে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া গাদাগাদি করে ওঠার কারণে অসুস্থ হয়েছেন অর্ধশতাধিক যাত্রী। বুধবার (১২ মে) দুপুরে মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে মাদারীপুরের বাংলাবাজার যাওয়ার পথে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

শিবচর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, শিমুলিয়া থেকে যাত্রী বোঝাই রোরো ফেরি এনায়েতপুরি বাংলাবাজারের উদ্দেশে রওনা হলে মাঝ পদ্মায় যাত্রীচাপ গরমে জ্ঞান হারান চার যাত্রী। পরে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এর আগে, অন্য একটি ফেরি থেকে নামার পর চাপে পড়ে এক কিশোরেরও মৃত্যু হয়। ওই কিশোরের বাড়ি শরিয়তপুরের নড়িয়াতে। অন্যদের পরিচয় এখনো জানা যায়নি।

 

 

পূর্ববর্তী নিবন্ধকরোনায় আরও ৪০ জনের মৃত্যু
পরবর্তী নিবন্ধমহারাজপুর দারিদ্র বিমোচন সংস্থার ঈদ সামগ্রী বিতরণ