ফেব্রুয়ারিতে সিঅ্যান্ডএ’র উৎপাদন শুরুর আশা: এমডি আজিমুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত সিঅ্যান্ডএ টেক্সটাইল অধিগ্রহণের অনুমোদন পাওয়া আলিফ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আজিমুল ইসলাম আগামী ফেব্রুয়ারিতে সিঅ্যান্ডএ টেক্সটাইলের উৎপাদন শুরুর আশা প্রকাশ করেছেন। তবে এক্ষেত্রে গ্যাস সংযোগ পুনঃস্থাপন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বা বাধাঁ বলে জানিয়েছেন। ফলে উৎপাদন শুরুর ক্ষেত্রে কিছুটা ঝুকিঁ রয়েছে। তাই বিনিয়োগকারীদেরকে জেনে-বুঝে সিঅ্যান্ডএ টেক্সটাইলে বিনিয়োগের আহবান জানিয়েছেন তিনি।

সোমবার ‘বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় সিঅ্যান্ডএ টেক্সটাইলের বর্তমান অবস্থা ও ভবিষ্যত পরিকল্পনা’ নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এতে আলিফ গ্রুপের প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) মোহাম্মদ হানিফ ও নির্বাহি পরিচালক নিয়াজ মোর্শেদ উপস্থিত ছিলেন।

আজিমুল ইসলাম বলেন, আজকের সংবাদ সম্মেলনের প্রধান উদ্দেশ্য হচ্ছে সিঅ্যান্ডএ টেক্সটাইল নিয়ে বিনিয়োগকারীদের মাঝে সঠিক তথ্য দিতে। যাতে ভূল তথ্য না ছড়ায়।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আপাতত সিঅ্যান্ডএ টেক্সটাইলে বিনিয়োগ করা থেকে পিছু হটার কিছু দেখছি না। কিন্তু তারপরেও ঝুকিঁ আছে। যেমন এর আগে অধিগ্রহন করতে গিয়েও ‘জেড’ ক্যাটাগরি হওয়ায় নীতিনির্ধারকদের সম্মতির অভাবে বিডিওয়েল্ডিং এবং অধিকাংশ ওষুধের লাইসেন্স না থাকায় সেন্ট্রাল ফার্মা থেকে পিছু হটতে হয়েছিল। এখন ধরুন সিঅ্যান্ডএ টেক্সটাইলে গ্যাস সংযোগ পেলাম না, তাহলেতো উৎপাদন করা সম্ভব হবে না। তখন তো কিছু করার থাকবে না।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ম্যানুপুলেট করতে চাইলে কেউ নিজের নামে শেয়ার কিনবে বলে মনে হয় না। কিন্তু আমরা নিজেদের নামেই লিগ্যাসি ফুটওয়্যারের শেয়ার কিনেছিলাম। যেখানে কোম্পানির পর্ষদে যোগ দেওয়ার জন্য কিনেছিলাম। কোন অসৎ উদ্দেশ্য ছিল না। এছাড়া কেউ ব্যাক্তিগতভাবে ১০ শতাংশ শেয়ার কিনি নাই। কিন্তু আমি, বাবা, মা, স্ত্রী একত্রে উল্লেখযোগ্য শেয়ার কেনার কারনে বিএসইসি জরিমানা করেছিল। এ নিয়ে বিএসইসিতে আমরা আপীল করেছি এবং তাদেরকে ব্যাখ্যা দিয়েছি।

সেন্ট্রাল ফার্মা ও সিঅ্যান্ডএ টেক্সটাইল অধিগ্রহনের বিষয়ে ঘোষণা আসার আগেই শেয়ারবাজারে বিনিয়োগকারীরা এই খবর জানে কিভাবে- এমন প্রশ্নে তিনি বলেন, আমরা কারো সঙ্গে এ বিষয়ে কোন আলোচনা করিনি।

তিনি বলেন, সিঅ্যান্ডএ চালু করতে আমরা ৩০ থেকে ৫০ কোটি টাকা বিনিয়োগ করব। যা কোম্পানির শেয়ার মানি ডিপোজিট হিসাবে জমা হবে। এই অর্থ ব্যাংক ঋণ নিয়মিতকরণে ব্যবহার করা, ফ্যাক্টরি ও যন্ত্রপাতির বিএমআরই, পুনরায় গ্যাস লাইন চালু, বন্ড লাইসেন্স স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাহার এবং কোম্পানির কার্যক্রম পুনরায় চালু করতে ব্যবহার করা হবে।

ওই শেয়ার মানি ডিপোজিটের বিপরীতে পরবর্তিতে শেয়ার ইস্যু করা হবে বলে জানিয়েছেন আলিফ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। যা সিঅ্যান্ডএ টেক্সটাইলের বিগত ১ বছরের এভারেজ ওয়েটেড দরে শেয়ার ইস্যু করা হবে। এর মাধ্যমে প্রায় ২৩ শতাংশ শেয়ার ইস্যু করা হবে। আর বর্তমানে উদ্যোক্তা/পরিচালকদের কাছে ৭ শতাংশ শেয়ার রয়েছে। যাতে করে বিএসইসির শর্ত অনুযায়ি ৩০ শতাংশ শেয়ার ধারন পূরন হবে। তবে যদি ২৩ শতাংশ শেয়ার ইস্যুর কম হয়ে যায়, তাহলে সেকেন্ডারি মার্কেট থেকে কিনে বিএসইসির ৩০ শতাংশের শর্ত পূরণ করা হবে। যা মূলত সারাজীবনের জন্যই লক-ইন থাকবে।

আলিফ গ্রুপের এমডি বলেন, সিঅ্যান্ডএ টেক্সটাইল গত ৫ বছর ধরে বন্ধ রয়েছে। সুদসহ ব্যাংকের দেনা রয়েছে ২৫০ কোটি টাকা। আর সুদ ছাড়া ২২ কোটি ৫০ হাজার টাকা দেনা রয়েছে। কোম্পানিটির কিছু অব্যবহারযোগ্য যন্ত্রপাতি রয়েছে এবং কিছু যন্ত্রপাতির কোন খোঁজ নেই, আবার কিছু যন্ত্রপাতি এখনও ব্যবহার উপযোগী করা হয়নি। এছাড়াও কোম্পানির কারখানার গ্যাস লাইনের সংযোগ বিচ্ছিন্ন, বন্ড লাইসেন্স স্থগিত, সম্পদ বণ্টনে অসামঞ্জস্যতা এবং বর্তমান উদ্যোক্তা পরিচালকদের হাতে মাত্র ৭ শতাংশ শেয়ার রয়েছে।

সিঅ্যান্ডএ টেক্সটাইল নিয়ে দীর্ঘ মেয়াদি পরিকল্পনা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, চট্টগ্রামে কোম্পানির কারখানা পুনরায় চালুর পর এর ধারণ ক্ষমতা আবারো সম্প্রসারণ করতে চাই। বর্তমানে কোম্পানির ২১৬ শতাংশ ভূমি রয়েছে। যা কোম্পানি সম্প্রসারণের জন্য যথেষ্ট নয়। এজন্য ঢাকায় আমাদের অন্যান্য কারখানার কাছে সিঅ্যান্ডএ টেক্সটাইলের কারখানা স্থানান্তরের পরিকল্পনা রয়েছে। ব্যবসা বাড়াতে নতুন যন্ত্রপাতি আমদানির পরিকল্পনাও রয়েছে।

উল্লেখ্য, আলিফ গ্রুপ ১৯৬৭ সালে ওয়েল ট্রেডিং কোম্পানির মধ্য দিয়ে দেশে ব্যবসা শুরু করে। সেখান থেকে তৈরি পোশাক, বস্ত্র, সুতা, আর্থিক প্রতিষ্ঠান, আবাসন খাত, ইলেকট্রনিক মিডিয়া, শিক্ষা- প্রযুক্তিসহ নানা খাতে আমাদের ব্যবসার পরিধি বেড়েছে। ৫৩ বছরে ধরে বাংলাদেশে সফলতার সাথে ব্যবসা করে আসছে আলিফ গ্রুপ। বর্তমানে বছরে প্রায় ৩০০ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করছি আমরা। সেখান থেকে বছরে আয় হয় প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকা।

পূর্ববর্তী নিবন্ধকরোনায় মৃত্যু নামলো দুইজনে
পরবর্তী নিবন্ধপ্রশিক্ষিত যুবকরাই এ দেশের চালিকা শক্তি: এমপি মানিক