ফেনীতে ভবনে বিস্ফোরণে মা-মেয়েসহ দগ্ধ ৩

নিজস্ব ডেস্ক:

ফেনীতে আবাসিক ভবনের ৫ তলায় ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। এতে তছনছ হয়ে গেছে বাসার দরজা-জানালাসহ সব আসবাবপত্র। এ ঘটনায় দগ্ধ মা-মেয়েসহ তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বিস্ফোরণের কারণ জানা যায়নি। এরইমধ্যে রহস্য উদঘাটনে কাজ শুরু করেছেন ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী।

শুক্রবার রাত সাড়ে দশটার দিকে ফেনী শহরের শহিদ শহিদুল্লাহ কায়সার সড়কে সরু গলির ভিতরে শফি ম্যানসন নামের একটি ছয় তলা ভবনের ৫ তলায় ভাড়া থাকতেন মা-মেয়েসহ তিন জন। হঠাত করে এখানে বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণে প্রতিটি রুমের দরজা ভেঙ্গে চৌচির হইয়ে গেছে। এই ঘটনায় মা-মেয়েসহ তিন জন আহত হয়েছে। মা-মেয়ের শরীরে ৬০ শতাংশের বেশি পুড়ে গেছে বলে জানিয়েছে সদর হাসপাতালের কর্তব্যরত চিকিতসক। কি কারণে এম্ন ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা জানা না গেলেও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধু’র সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় সাপ্তাহিক মধুমতি কন্ঠ পত্রিকা পরিবার
পরবর্তী নিবন্ধকরোনায় মৃত্যু ২৫ লাখ ৯০ হাজার ছাড়াল