ফেনীতে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২

জেলা প্রতিনিধি: ফেনীর দাগনভূঞা-বসুরহাট রোড়ে বাসের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।

শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

নিহত জাকারিয়া ফুলবাড়ির সোলাইমানের ছেলে এবং আইনুল হক নেত্রকোনার বাচ্চু মিয়ার ছেলে। আহতরা হলেন, নেত্রকোনার পাহাড়পুর এলাকার মাঝু মিয়ার ছেলে আবিদ, একই এলাকার আবদুর রহমানের ছেলে মাসুদ (২২) ও নোয়াখালীর কবিরহাটের নলুয়া এলাকার আবদুল বাতেনের ছেলে সুজন।

স্থানীয়রা জানায়, দাগনভূঞা-বসুরহাট রোডে একটি ড্রিমলাইন বাসের সঙ্গে বিপরীত দিক ফেনী থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।

দাগনভূঞা থানার পরিদর্শক (ওসি) ইমতিয়াজ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী নিবন্ধপুলিশের ১৩৫ জন এসআই বদলি
পরবর্তী নিবন্ধআলু আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে