ফেনীতে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে গৃহকর্ত্রী আটক

পপুলার২৪নিউজ ডেস্ক:

ফেনীতে রত্না আক্তার বৃষ্টি (১২) নামে এক শিশু গৃহকর্মীকে অমানবিক নির্যাতনের অভিযোগে গৃহকর্ত্রী লাভলী আক্তারকে সোমবার রাতে আটক করেছে ফেনী মডেল থানা পুলিশ।

শহরের পুরনো পুলিশ কোয়ার্টার এলাকা থেকে তাকে আটক করা হয়। নির্যাতনের শিকার বৃষ্টি বর্তমানে ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ জানায়, জেলার পরশুরাম উপজেলার মধ্যম ধনিকুণ্ডা গ্রামের রফিকুল ইসলামের মেয়ে রত্না ফেনীর দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামের লাভলী আক্তারের বাসায় কাজ নেয়।

লাভলী আক্তার গৃহকর্মী বৃষ্টিকে ঢাকায় তার মেয়ে মেরীর বাসায় কাজে পাঠান। সেখানে মেরী তাকে কারণে-অকারণে মারধর করত। এতে বৃষ্টি সেখানে অসুস্থ হয়ে পড়লে মেরী তাকে পুনরায় ফেনীতে পাঠিয়ে দেন।

গত দুই মাস ধরে লুকোচুরি করে বৃষ্টিকে ফেনীর বাসায় চিকিৎসা করান লাভলী আক্তার। এর মধ্যে সোমবার সকালে পুনরায় মারধর করলে বৃষ্টির ঠোঁট কেটে যায়। এমতাবস্থায় কোনোভাবে রক্ত বন্ধ করতে না পারলে দুপুরে ফেনীর একটি বেসরকারি হাসপাতালে বৃষ্টিকে ভর্তি করে পালিয়ে যান লাভলী আক্তার।

স্থানীয় কয়েক যুবক বিষয়টি ফেনী মডেল থানা পুলিশকে জানালে পুলিশ আহত শিশুকে উদ্ধার করে।

ফেনী মডেল থানার পুলিশের ওসি (তদন্ত) মো. শহীদুল ইসলাম জানান, শিশুটিকে উদ্ধার করে পুলিশ হেফাজতে ফেনী সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় মামলা হয়েছে এবং অভিযুক্ত লাভলী আক্তারকে আটক করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধলাওসকে হারিয়ে শুভ সূচনা বাংলাদেশের
পরবর্তী নিবন্ধপাটের পলিথিন তৈরিতে যুক্তরাজ্যের প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি