ফুটবল খেলা দিয়েই আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব: প্রধানমন্ত্রী

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ স্বাধীন হয়েছিল বলেই আমরা ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট ২০২০’ আয়োজন করতে পারছি। সবচেয়ে জনপ্রিয় খেলা হলো ফুটবল। এ খেলার মধ্য দিয়েই আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব।

শনিবার বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট ২০২০’ এর সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণের আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা বলেন।

টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ খুব সুন্দর দেশ। এ ধরনের খেলার আয়োজন যখনই হবে তখন আপনারা বাংলাদেশে আসবেন। বাংলাদেশে এসে খেলাধুলার পাশাপাশি ভ্রমণ করে সুন্দর বাংলাদেশকে দেখতে পারেন, উপভোগ করতে পারেন।

 

জাতির পিতা ও জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেছেন, ‘সুন্দর টুর্নামেন্ট হয়েছে। বাংলাদেশ সুন্দর দেশ। আশা করি, অতিথি দলগুলো আবার এই প্রতিযোগিতায় অংশ নেবে। জাতির পিতা, জাতীয় চার নেতা এবং মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি।’

বঙ্গবন্ধুর অবদানের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেছেন, ‘জাতির পিতার অবদানে আজ বাংলাদেশ স্বাধীন। তাই আমরা এমন টুর্নামেন্ট আয়োজন করতে পারছি। আমরা চাই, খেলাধুলার মাধ্যমে দেশের মানুষ সুনাগরিক হিসেবে গড়ে উঠুক। সেই লক্ষ্যে প্রাথমিক স্কুলের মেয়েদের জন্য বঙ্গমাতা আর ছেলেদের জন্য বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট শুরু করেছি।’

তিনি আরও বলেছেন, ‘আমাদের সরকার সবসময় খেলাধুলাকে গুরুত্ব দেয়। আমরা চাই খেলাধুলার মাধ্যমে ছেলেমেয়েরা এগিয়ে যাক। জাতির পিতার জন্মশতবার্ষিকীতে আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট আয়োজন করায় সবাইকে ধন্যবাদ জানাই। ফিলিস্তিনকে বিশেষ ধন্যবাদ জানাই। বুরুন্ডিকেও ধন্যবাদ।’

পূর্ববর্তী নিবন্ধমিয়ানমারকে অবশ্যই আন্তর্জাতিক আদালতের রায় মানতে হবে: তথ্যমন্ত্রী
পরবর্তী নিবন্ধভারতে গরু আনতে গিয়ে কেউ নিহত হলে সরকার দায়িত্ব নেবে না: খাদ্যমন্ত্রী