ফুটবলে ‘দ্য আর্কিটেক্ট’ খ্যাত’ লুইস সুয়ারেজ আর নেই

স্পোর্টস ডেস্ক : ফুটবল দুনিয়ায় ‘দ্য আর্কিটেক্ট’ খ্যাত স্প্যানিশ কিংবদন্তি লুইস সুয়ারেজ না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। তার বয়স হয়েছিল ৮৮ বছর। ইতালির মিলান শহরে মৃত্যু হয়েছে এই ব্যালন ডি’অর জয়ী প্রথম স্প্যানিশ ফুটবলারের।

স্পেনের সর্বকালের সেরা ফুটলারের একজন লুইস ষাটের দশকে দেশের হয়ে দুটি বিশ্বকাপ খেলেছেন। এই অ্যাটাকিং মিডফিল্ডার ১৯৬৪ সালে স্পেনের হয়ে জিতেছেন ইউরোপিয়ান নেশনস কাপ (বর্তমানে ইউরো চ্যাম্পিয়নশিপ)।

 

১৯৬০ সালে ডি’অর জেতেন তিনি। বার্সেলোনার কোনো ফুটবলারের সেটিই ছিল প্রথম কোনো মর্যাদাপূর্ণ ট্রফি জয়।

ক্লাব ফুটবলে বার্সেলোনা, ইন্টার মিলান, সাম্পদোরিয়ার হয়ে খেলেছেন লুইস সুয়ারেজ। পরবর্তীকালে তিনি ইন্টার মিলানের হয়ে তিন দফা কোচের দায়িত্বে ছিলেন। ১৯৮৮ থেকে ১৯৯১ পর্যন্ত স্পেন জাতীয় দলেরও কোচ ছিলেন লুইস সুয়ারেজ। তার অধীনে ১৯৯০ ইতালি বিশ্বকাপে অংশ নেয় স্পেন।

 

বার্সেলোনার হয়ে সাত মৌসুম খেলে দুবার করে লা লিগা এবং কোপা দেল রে’র শিরোপা জেতেন এ ফুটবল কিংবদন্তি।

সুয়ারেজ ইতালির ফুটবল মাতান ১৯৬১ থেকে ১৯৭৩ সাল পর্যন্ত। এ দীর্ঘ সময়ে তিনি ইন্টার মিলান ও সাম্পাদোরিয়ার জার্সিতে খেলেছেন। এসময়ে ইন্টারের জার্সিতে তিনবার ইতালিয়ান চ্যাম্পিয়নশিপ এবং দুবার ইউরোপিয়ান কাপের শিরোপা জেতেন। সাম্পাদোরিয়ায় তার খেলোয়াড়ি জীবনের ইতি ঘটে।

স্পেনের জাতীয় দলের জার্সিতে ৩২ ম্যাচে ১৩ গোল করেন লুইস সুয়ারেজ। ফুটবল বিশ্বে ‘দ্য আর্কিটেক্ট’ নামে পরিচিত ছিলেন তিনি।

 

পূর্ববর্তী নিবন্ধচীনে কিন্ডারগার্টেনে ছুরি হামলা, নিহত ৬
পরবর্তী নিবন্ধআফগানিস্তান সিরিজ আর খেলা হবে না এবাদত হোসেনের