পপুলার২৪নিউজ প্রতিবেদক:
রাজধানীর কারওয়ান বাজার এলাকার সড়ক ও ফুটপাতে অবৈধ দখল রুখতে পুলিশ ফাঁড়ি বসানোর উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। এ লক্ষ্যে সিটি করপোরেশনের একটি জায়গা ইতোমধ্যে নির্ধারণও করা হয়েছে বলে জানিয়েছেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম।
বৃহস্পতিবার কারওয়ান বাজার এলাকার বিভিন্ন স্থানে ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিদর্শনে এসে তিনি এ তথ্য জানান।
এর আগে ডিএনসিসির আওতাধীন এলাকার সড়ক ও ফুটপাত অবৈধ দখলমুক্ত করার অভিযানের অংশ হিসেবে কারওয়ান বাজার এলাকার ফুটপাত দখল করে গড়ে ওঠা জাতীয় শ্রমিক লীগ তেজগাঁও থানার ২৬ নম্বর ওয়ার্ড কার্যালয়, ওয়ার্ড কৃষক লীগের কার্যালয়সহ বিভিন্ন অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়।
মেয়র আতিকুল ইসলাম বলেন, জনগণের জন্য এসব ফুটপাত-রাস্তা, কিন্তু একটি গোষ্ঠী ফুটপাত দখল করতে করতে রাস্তাও দখল করে ফেলে বাণিজ্য, চাঁদাবাজি করছে। এই রাস্তা, ফুটপাত জনগণের টাকায় হয়েছে। তারা এই দখল চায় না। দখল উচ্ছেদের পরেও আবার পুনঃদখল হয়, তাই এখানের একটি জায়গা আমরা পুলিশকে দেব পুলিশ ফাঁড়ি স্থাপনের জন্য। পুলিশ ফাঁড়ি থেকেই এই এলাকার দখলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পুলিশও দীর্ঘদিন এখানে ফাঁড়ি স্থাপনের জন্য একটি জায়গা চাচ্ছিল। আমরা জায়গা চূড়ান্ত করেছি, অল্প কিছুদিনের মধ্যেই পুলিশকে দেওয়া হবে।
তিনি আরও বলেন, কারওয়ান বাজার থেকে বাংলামোটরের দিকে চলে যাওয়া রাস্তায় কাজ চলছে। এরমধ্যে ফার্মগেট থেকে হলিক্রস এর সামনে দিয়ে এফডিসি বের হয়ে যাওয়ার একটি বাইপাস রাস্তা হবে এটি। এছাড়াও কারওয়ান বাজার প্রধান সড়ক থেকে বাজারের ভেতর দিয়ে সোনারগাঁও সামনে উঠে হাতিরঝিলের দিকে বের হয়ে যাওয়া যাবে। আর এই বাজারের বদলে গাবতলী, যাত্রাবাড়ী এবং মহাখালীতে বাজার হবে। এখানকার বাজার কর্তৃপক্ষের সাথে আমাদের কথা হয়েছে। তাদের কিছু দাবি দাওয়া আছে। সেগুলো মিটে গেলেই বাজার সরে যাবে।