ফিল্যান্ডার জেতালেন দক্ষিণ আফ্রিকাকে

পপুলার২৪নিউজ ডেস্ক: তৃতীয়দিনের পুরো খেলা বৃষ্টিতে ভেসে যাওয়ার পরও চারদিনেই শেষ কেপটাউন টেস্ট। কাল কেপটাউনের আকাশে সূর্য হাসলেও নিউল্যান্ডসের বোলিং-স্বর্গে উইকেট পড়ল বৃষ্টির মতো। ১৮ উইকেট পতনের নাটকীয় দিনে ভারতকে ৭২ রানে হারিয়ে তিন টেস্টের সিরিজে ১-০তে এগিয়ে গেল স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।

দুই উইকেটে ৬৫ রান নিয়ে চতুর্থ দিন শুরু করা দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংস গুটিয়ে যায় মাত্র ১৩০ রানে। ভারতীয় পেসে নাকাল হওয়ার পর একই অস্ত্রে কোহলিদের ঘায়েল করে প্রোটিয়ারা। চতুর্থ ইনিংসে ২০৮ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ভারনন ফিল্যান্ডারের তোপের মুখে ১৩৫ রানে শেষ ভারত।

ক্যারিয়ারসেরা বোলিংয়ে মাত্র ৪২ রানে ছয় উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকাকে দারুণ এক জয় এনে দেন ম্যাচসেরা ফিল্যান্ডার। এছাড়া মরনে মরকেল ও কাগিসো রাবাদা নেন দুটি করে উইকেট।

দ্বিতীয় ইনিংসে ভারতের পক্ষে সর্বোচ্চ ৩৭ রান আসে অশ্বিনের ব্যাট থেকে। এর আগে সমান তিনটি করে উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসে ধস নামিয়েছিলেন জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সামি। শেষ ব্যাটসম্যান হিসেবে সর্বোচ্চ ৩৫ রানে আউট হন ডি ভিলিয়ার্স। এএফপি।

পূর্ববর্তী নিবন্ধবিপাশার জন্মদিনে পুরনো প্রেমিকের শুভেচ্ছা
পরবর্তী নিবন্ধকৃত্রিম দ্বীপ নির্মাণ করবে ইসরাইল