ফিলিস্তিন ইস্যুতে মিছিলে-মিছিলে উত্তাল ছাতক

নুর উদ্দিন, ছাতক (সুনামগঞ্জ): মিছিলে-মিছিলে উত্তাল ছিলো শিল্প শহর ছাতক। ফিলিস্তিনে ইসরাইলীদের  গণহত্যার প্রতিবাদ ও বিশ্বব্যাপী “No work, No School” কর্মসূচির সমর্থনে ছাতকে সোমবার বাদ যোহর তৌহিহী জনতা ও ছাত্র এবং বিভিন্ন ইসলামি  রাজনৈতিক- সামাজিক সংগঠনের ব্যানারে এসব বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে বাগবাড়ি জামে মসজিদ, চাদনিঘাট জামে মসজিদ, বাসষ্ট্যান্ড জামে মসজিদ, লাল মসজিদ, ওয়াপদা জামে মসজিদ থেকে এসব বিক্ষোভ মিছিল বের করা হয়। 

মিছিল শেষে বাস ষ্ট্যান্ড পয়েন্টে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তব্য রাখেন, ছাতক উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া মাজকুর পাবেল, মাও. 

ফজলুর রহমান। ফিলিস্তিনি মুসলিমদের হেফাজত কামনা করে বিশেষ মোনাজাত করেন, অধ্যক্ষ মাওলানা আব্দুল হান্নান। 

বাদ আসর উপজেলা ও পৌর জামাতে ইসলামির উদ্যোগে পৃথক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক, সাবেক এমপি

ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন আহমেদ মিলনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন। 

পূর্ববর্তী নিবন্ধফিলিস্তিনে ইসরায়েলের অব্যাহত গণহত্যায় বাংলাদেশের নিন্দা
পরবর্তী নিবন্ধঅনুমোদন পেলেই নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত হবে স্টারলিংক