মুকসুদপুর গোপালগঞ্জ প্রতিনিধি

ইসরাইলের যুদ্ধবিরতি চুক্তি লংঘন করে ফিলিস্তিনে নিরীহ মুসলিম হত্যার প্রতিবাদে গোপালগঞ্জের মুকসুদপুরে ফিলিস্তিনে শিশুদের হত্যার লাশের কফিন নিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪মার্চ( বেলা দুইটায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মুকসুদপুর উপজেলা শাখা আয়োজনে ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের উপর বর্বরোচিত ইসরাঈলী হামলা ও মুসলমানদের উপর আগ্রাসনের প্রতিবাদে উক্ত কর্মসূচি পালিত হয়।সংগঠনের সভাপতি মাওলানা ফহরাদ হোসেনের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্র কমিটির আইন বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিজান প্রমুখ।সভা সঞ্চলনায় করেন মুকসুদপুর উপজেলা ইসলামী ছাত্রআন্দোলনের সম্পাদক আব্দুল রহিম। এ সময় সর্বস্তরের তৌহিদী জনতা আলোচনা সভায় বক্তারা বলেন “ইসলামী বাহিনী যুদ্ধ বিরতি চুক্তি লঙ্ঘন করে সাধারণ ফিলিস্তিনি দের ওপরে নির্বিচারে হত্যাযজ্ঞ চালাচ্ছে। অবিলম্বে হত্যাযজ্ঞ বন্ধ করতে হবে।এ ব্যাপারে জাতিসংঘকে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবার জন্য আহ্বান জানানো হয়।তাছাড়া ওআইসি কে এ ব্যাপারে কার্যকর ভূমিকা নেওয়ার জন্য আহ্বান জানানো হয়। এছাড়া সোশ্যাল মিডিয়া ফিলিস্তিনের পক্ষে জনমত গড়ে তোলার আহ্বান জানানো হয়।সমাবেশ শেষে একটি প্রতিবাদ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশস্থলে এসে মোনাজাতের মাধ্যমে শেষ হয়।