ফিলিস্তিনিদের জালে জব্দ ইসরাইলি ড্রোন

 পপুলার২৪নিউজ ডেস্ক:

গাজা উপত্যকায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দিতে দাঙ্গা ড্রোন দিয়ে কাঁদানে গ্যাস ছুড়ছিল ইসরাইল। কিন্তু শুক্রবারে নিরস্ত্র বিক্ষোভকারীদের ছোড়া জালে আটকা পড়ল ইহুদিদের সেই টিয়ারগ্যাসের ক্যানিস্টার ভর্তি ড্রোন।

নিজেদের বসতভিটায় ফিরে যাওয়ার অধিকার দাবিতে ফিলিস্তিনিদের বিক্ষোভকে নানাভাবে নাস্তানুবাদ করতে চাচ্ছে ইহুদিরাষ্ট্রটি।

একদিকে স্নাইপারদের গুলিতে নিহত হচ্ছেন নিরস্ত্র বিক্ষোভকারীরা, অন্যদিকে ড্রোন থেকে কাঁদানে গ্যাস ছুড়ে ছত্রভঙ্গ করে দেয়ার চেষ্টা করা হচ্ছে। গত ৩০ মার্চ শুরু হওয়া বিক্ষোভে ইসরাইলি গুলিতে এ পর্যন্ত ১৭৪ জন নিহত হয়েছেন।

কিন্তু দমে যাননি ফিলিস্তিনিরা। প্রতি শুক্রবার ইসরাইলি সীমান্ত বরাবর তার নিজেদের অধিকার দাবিতে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। হাতে কোনো অস্ত্র না থাকলেও মাছ ধরার জাল দিয়ে ইহুদিদের ড্রোন জব্দ করেন।

আবার বেলুন ও ঘুড়ির সঙ্গে দাহ্য পদার্থ যুক্ত করে সীমান্তের ওপাড়ে উড়িয়ে দিয়ে ইসরাইলি ফসলের ক্ষেত ভস্মীভূত করে দেন।

১৯৪৮ সালে ইসরাইলি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে সাত লাখেরও বেশি ফিলিস্তিনিকে তাদের বাব-দাদার বসতবাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছিল। তারা এখন পার্শ্ববর্তী আরব দেশ, গাজা ও পশ্চিমতীরে শরণার্থীর জীবন যাপন করছেন।

ইসরাইলি গুলিতে শুক্রবার এক ফিলিস্তিনি কিশোর নিহত ও আহত একজনের মৃত্যু হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধক্ষমতা শুধু ভোগের নয়, ত্যাগেরও : প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধগাজায় ইসরাইলি গুলিতে ফিলিস্তিনি কিশোর নিহত