আন্তর্জাতিক ডেস্ক : আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে স্পেন ও নরওয়ে। গত কয়েকদিন ধরে ইউরোপের এ দুই দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে বলে ঘোষণা দিয়ে আসছিল।
কাতারের সংবাদমাধ্যম আল জাজিরা মঙ্গলবার (২৮ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। খবরে বলা হয়েছে, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতির ঘোষণা দেন। তিনি বলেন, শান্তি প্রতিষ্ঠার একমাত্র পথ হলো ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা, ইসরায়েল রাষ্ট্রের পাশাপাশি বসবাস করা।
সানচেজ এ পদক্ষেপকে ‘ঐতিহাসিক ন্যায়বিচারের বিষয়’ বলেও মন্তব্য করেন।
তার আগে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেন নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ এইড। তিনি এই পদক্ষেপকে নরওয়ে-ফিলিস্তিন সম্পর্কের জন্য বিশেষ দিন বলেও অভিহিত করেন।
স্পেন-নরওয়ের পাশাপাশি আয়ারল্যান্ডেও ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে যাচ্ছে।
মঙ্গলবার এ ঘোষণা দেওয়া আগে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ একটি বৈঠক করেন। মন্ত্রিসভা ভোটের আগে তিনি ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেন।
পরে স্প্যানিশ সরকারের মুখপাত্র পিলার আলেগ্রিয়া ঘোষণা দেন- ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এর উদ্দেশ্য ইসরায়েল ও ফিলিস্তিনিদের শান্তি অর্জনে সহায়তা করা।