স্বাধীন রাষ্ট্র হিসেবে এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে ইউরোপের দেশ স্লোভেনিয়া।
মঙ্গলবার (৪ জুন) স্লোভেনিয়ার পার্লামেন্টে এই সংক্রান্ত প্রস্তাবটি পাস হয়।
এ নিয়ে সামাজিক মাধ্যম এক্সে দেয়া পোস্টে স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী বলেন,
একটি সার্বভৌম ও স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনের আজকের স্বীকৃতি পশ্চিম তীর এবং গাজার ফিলিস্তিনি জনগণের জন্য আশার সঞ্চার করেছে।
এর আগে, গত সপ্তাহে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার ঘোষণা দেন স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী রবার্ট গোলব।
গত ২৮ মে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় ইউরোপের তিন দেশ স্পেন, আয়ারল্যান্ড এবং নরওয়ে।
ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয়ার ইঙ্গিত দিয়েছে ফ্রান্সও। দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সম্প্রতি বলেছেন, তার দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে প্রস্তুত।
সূত্র: টাইমস অব ইসরাইল, ইউরো নিউজ