ফিলিস্তানের পক্ষে পোস্ট দেওয়ায় চুক্তি হারালেন ডাচ ফুটবলার

স্পোর্টস ডেস্ক : ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত নিয়ে ফিলিস্তানের পক্ষে পোস্ট দেওয়ায় ডাচ ফুটবলার আনওয়ার আল গাজির সঙ্গে চুক্তি বাতিল করেছে জার্মান ক্লাব মেইঞ্জ। শুক্রবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্লাবটি। মূলত প্রথমবার পোস্ট দিয়ে মুছে ফেলে দ্বিতীয়বার একই কাজ করায় চুক্তি হারান ২৮ বছর বয়সী এই উইঙ্গার।

এক বিবৃতিতে ক্লাবটি জানায়, ‘এফএসভি মেইঞ্জ তাৎক্ষণিকভাবে শুক্রবার আনওয়ার আল গাজির সঙ্গে চুক্তি বাতিলের ঘোষণা দিচ্ছে। খেলোয়াড়টি সামাজিক যোগাযোগমাধ্যমে যে পোস্ট এবং মন্তব্য করেছে তার প্রতিক্রিয়া স্বরূপ ক্লাব এ ব্যবস্থা গ্রহণ করেছে।’

ফিলিস্তানের পক্ষে পোস্ট দেওয়ায় শুরুতে অবশ্য তাকে নিষেধাজ্ঞা দিয়ে সতর্ক করে মেইঞ্জ। কেননা, গত ১৭ অক্টোবর পোস্ট দেওয়ার পর সেটি মুছে ফেলেন গাজি। এরপর গত সোমবার নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলে বুধবার আবারও একই ইস্যুতে নতুন পোস্ট দেওয়ায় তার সঙ্গে চুক্তিই বাতিল করেছে ক্লাবটি।

তবে চুক্তি বাতিল করলেও তাতে আক্ষেপ নেই গাজির। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় এই ডাচ ফুটবলার লিখেছেন, ‘যে সঠিক তার পক্ষে দাঁড়ান। এমনকি আপনাকে যদি একা দাঁড়াতে হয় তবু। গাজার নিরপরাধ ও বিপন্ন মানুষগুলোর সঙ্গে তুলনা করলে আমার চুক্তি হারানোর ক্ষতি কিছুই নয়।’

এই সংঘাতের নিন্দা জানিয়ে গাজী আরও লিখেন, ‘আমি ফিলিস্তিন ও ইসরায়েলে নিরীহ বেসামরিক লোকদের হত্যার নিন্দা জানাচ্ছি। জাতীয়তা যাই হোক, এই সংঘাতে নিহত সব নিরীহ মানুষের প্রতি আমার সহানুভূতি রয়েছে।’

এই ফুটবলারের ভাষ্য, ‘আমি যুদ্ধ এবং সহিংসতার বিরুদ্ধে। আমি নিরীহ বেসামরিক মানুষকে হত্যার বিরুদ্ধে। আমি সব ধরনের বৈষম্যের বিরুদ্ধে। আমি ইসলামভীতির বিরুদ্ধে। আমি গণহত্যার বিরুদ্ধে। আমি বর্ণবাদের বিরুদ্ধে। আমি দখলদারত্বের বিরুদ্ধে। আমি নিপীড়নের বিরুদ্ধে।’

পূর্ববর্তী নিবন্ধমেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধসোশ্যাল মিডিয়ায় ভাইরাল বুবলীর প্রেমের গুঞ্জন