পপুলা্র২৪নিউজ ডেস্ক:
একটু আগেই সেঞ্চুরি করেছেন। মেরেছেন ১০টি বাউন্ডারি। হাওয়ায় ভাসিয়ে সীমানাছাড়া করেননি একবারও। কিন্তু চা বিরতির আগে আগে সান্দকানের ঝুলিয়ে দেওয়া বলটি দেখেই হয়ত লোভ সামলাতে পারলেন না সাকিব। মারলেন উড়িয়ে। মিড অনে দারুণ ক্যাচ নিলেন দিনেশ চান্দিমাল। সাকিবের দুর্দান্ত ইনিংসটি থেমে গেল ১১৬ রানে। ইনিংসটি খেলতে ১৫৯ বলের মুখোমুখি হয়েছেন সাকিব। তার বিদায়ের পর তরুণ মোসাদ্দেকের সঙ্গী হয়েছেন আরেক তরুণ মেহেদী হাসান মিরাজ।
তৃতীয় দিন সকাল থেকেই শততম টেস্টে চালকের আসনে বসে বাংলাদেশ। সাকিব-মুশফিকের ৯২ রানের জুটির পর সপ্তম উইকেটে ১৩১ রানের জুটি গড়েন সাকিব-মোসাদ্দেক। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে অনেকটা স্রোতের বিপরীতেই উইকেট পেয়ে গেল শ্রীলঙ্কা।
অভিষেক টেস্ট খেলতে নেমেই হাফ সেঞ্চুরি করেন মোসাদ্দেক হোসেন সৈকত। তিনি এখন ৫৯ রানে ব্যাট করছেন। আর মেহেদী মিরাজ ১১ রানে। এই রিপোর্ট লেখা পর্যন্ত ৭ উইকেটে ৪৩৮ সংগ্রহ করেছে টাইগাররা। লিড হয়েছে ১০০ রানের। এখন দেখা যাক দুই নবীন মিলে দলকে কতদূর নিয়ে যায়।