‘ফিফার প্রতিবেদন উদ্দেশ্যপ্রণোদিত ও পক্ষপাতদুষ্ট’

স্পোর্টস ডেস্ক : একদিন আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে দুর্নীতির দায়ে দুই বছরের নিষেধাজ্ঞা এবং ১২ লাখ টাকা জরিমানা করে ফিফা। তার বিপরীতে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার ওই তদন্ত প্রতিবেদনকে ভ্রান্ত, ত্রুটিপূর্ণ, উদ্দেশ্যপ্রণোদিত এবং পক্ষপাতমূলক বলে মন্তব্য করেছেন সোহাগের আইনজীবী আজমালুল হোসেন।

শনিবার (১৫ এপ্রিল) দুপুরে সোহাগের আইনজীবীর প্যাডে দেওয়া এক বিবৃতিতে এই দাবি করা হয়েছে। সেখানে ফিফার দেওয়া রায়ের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে আপিল করার কথা উল্লেখ করেন তিনি।

এর আগে শুক্রবার ফিফার তদন্ত প্রতিবেদন প্রকাশের পর থেকে সাংবাদিক, ফুটবল সংশ্লিষ্ট অনেকেই সোহাগের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন। তবে এখন পর্যন্ত সাড়া মেলেনি তার। পরবর্তীতে আজ দুপুরের দিকে ক্রীড়াঙ্গনের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে তার আইনজীবীর করা প্রেস রিলিজ ফরোয়ার্ড করেন।

ওই প্রতিবেদনে বলা হয়, ২০১৮ সাল থেকে ফিফা বাফুফের সকল লেনদেন নিয়ে নিরীক্ষণ করছে, তখন থেকে ফিফার স্পষ্ট অনুমোদন পাওয়ার পরই খরচ করা হয়েছে। ফুটবল সংশ্লিষ্ট সকল নীতি মেনেই ফিফার ফান্ড ব্যবহারে অনুমোদন নিয়েছে বাফুফে। সঠিক নিয়ম অনুসরণ করে ফিফার তহবিল অনুমোদনের পরই তা ব্যয় করা হয়। আর্থিক অসঙ্গতি নিয়ে শুনানি চলাকালে বাফুফে অনুমোদিত সকল লেনদেনের নথি ফিফাকে দেওয়া হয়েছিল।

কিন্তু তদন্ত কমিটির বিচারিক আদালত অনৈতিকভাবে সেই সব জটিল নথি বিবেচনায় না নিয়ে শুক্রবার (১৪ এপ্রিল) একটি প্রতিবেদন প্রকাশ করেছে। ওই প্রতিবেদনে স্পষ্টভাবে দেখা যায়, ফিফার সিদ্ধান্ত শুধুমাত্র ভ্রান্তই নয়, একইসঙ্গে ত্রুটিপূর্ণ-উদ্দেশ্যপ্রণোদিত এবং বাফুফের প্রতি তাদের পক্ষপাতমূলক আচরণ।

 

পূর্ববর্তী নিবন্ধঈদে হানিফ সংকেতের ‘বাড়িঘর আপন পর’
পরবর্তী নিবন্ধসেঞ্চুরি হাঁকিয়ে ভারতীয় সমর্থকদের একহাত নিলেন ব্রুক