অ্যারোন ফিঞ্চের দুর্দান্ত সেঞ্চুরি ও অধিনায়ক স্টিভেন স্মিথের অর্ধশতকে ভর করে ভারতকে চ্যালেঞ্জিং টার্গেট দিয়েছে সফরকারী অস্ট্রেলিয়া।
তৃতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে ব্যাট করতে নামা অজিরা নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৯৩ রান করে।
দলের পক্ষে ফিঞ্চ ১২৫ বলে ১২৪ রান করেন। ৫টি ছয় ও ১২টি চারের মারে সাজানো তার ইনিংস। এছাড়া স্মিথ ৭১ বলে ৬৩ এবং ডেভিড ওয়ার্নার ৪২ রান করেন।
ইন্দোরের হালকোর ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া।
সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই স্মিথ বাহিনীর।
ব্যাট করতে নেমে ডেভিড ওয়ার্নার আর অ্যারোন ফিঞ্চ মিলে দারুণ সূচনা করেন। ৭০ রানের জুটি গড়ার পর অবশ্য তাদের মধ্যে ভাঙন ধরান হার্দিক পান্ডিয়া।
৪২ রান করে আউট হন ওয়ার্নার। ওয়ার্নার ফিরে গেলেও স্টিভেন স্মিথকে নিয়ে আবারও জুটি বাঁধেন এই সিরিজে প্রথমবারের মতো ব্যাট হাতে নামা ফিঞ্চ। গড়েন ১৫৪ রানের বিশাল এক জুটি।
পরে ৭১ বলে ৬৩ রান করেন স্মিথ এবং ১২৫ বলে ১২৪ রান করে ফিঞ্চ আউট হয়ে যাওয়ার পর আর দাঁড়াতে পারেনি অস্ট্রেলিয়ার কেউ।
শেষদিকে মার্কাস স্টোইনিজ ২৮ বলে ২৭ রান করার কারণে শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ২৯৩ রানে থেমে যায় অস্ট্রেলিয়ার ইনিংস।
ভারতের হয়ে ২টি করে উইকেট নেন জাসপ্রিত বুমরাহ এবং কুলদ্বীপ যাদব। ১টি করে উইকেট নেন চাহাল এবং হার্দিক পান্ডিয়া।
৫ ম্যাচের সিরিজে আগের দুই ম্যাচেই জিতেছে ভারত।