ফিজিওথেরাপি নীতিমালা গঠন জরুরি : সায়মা ওয়াজেদ

 পপুলার২৪নিউজ প্রতিবেদক:

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) শুভেচ্ছা দূত সায়মা ওয়াজেদ হোসেন পুতুল বলেছেন, স্বাস্থ্যখাতে চিকিৎসকসহ অন্যান্য পেশাজীবীদের মতো সম্মান নিয়ে যাতে ফিজিওথেরাপিস্টরা কাজ করতে পারেন, সে জন্য ফিজিওথেরাপি রেগুলেটরি বডি, কাউন্সিল বা নীতিমালা গঠন জরুরি হয়ে পড়েছে। এক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসা উচিত।

শুক্রবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন (কেআইবি) মিলনায়তনে ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সমন্বিত পুনর্বাসন চিকিৎসা’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সায়মা ওয়াজেদ বলেন, অটিস্টিক শিশুদের পারিবারিক পরিবেশে দেখভাল করতে হবে। শুধু ফিজিওথেরাপিস্ট, হাসপাতাল ও ডাক্তারের হাতে ছেড়ে দিলে হবে না। অনেক ক্ষেত্রে ফিজিওথেরাপিস্ট না হয়েও প্রেসক্রিপশনে ফিজিওথেরাপি প্র্যাকটিস করছেন বলে প্রতীয়মান হয়। এ বিষয়ে অনেকে ফিজিওথেরাপি সম্পর্কে ভুল ধারণা নিচ্ছেন।

তিনি আরো বলেন, এ বিষয়ে কোনো নীতিমালা না থাকার কারণে ফিজিওথেরাপিস্ট নিয়ে সাধারণ মানুষের ধারণা নাই। ফলে মানুষ প্রতিনিয়ত প্রতারণার শিকার হচ্ছেন। একটা কাউন্সিল বা নীতিমালা হলে সাধারণ মানুষ সঠিক চিকিৎসা পেয়ে দ্রুত সুস্থ হবেন এবং নিজ কর্মক্ষেত্রে ফিরতে পারবেন। পাশাপাশি দেশও আর্থিকভাবে উন্নত হবে।

পূর্ববর্তী নিবন্ধমাগুরায় ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু
পরবর্তী নিবন্ধহাওরের ফসলরক্ষা বাঁধ নির্মাণ কাজ শুরু হয়নি ৮দিনেও