ফিক্সিংয়ের দায়ে দুই পাক ক্রিকেটার গ্রেপ্তার

পপুলার২৪নিউজ ডেস্ক:
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এ দুর্নীতির অভিযোগে আরও দুই পাক ক্রিকেটারকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। তাদের মধ্যে একজন সদ্য নিষিদ্ধ হওয়া ওপেনার নাসির জামশেদ। যুক্তরাজ্য থেকে তাকে গ্রেফতার করা হয় বলে পাকিস্তানের জাতীয় অপরাধ সংস্থা মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, পিসিবি এবং আইসিসি এন্টি করাপশন ইউনিটের সঙ্গে কাজ করছে পাকিস্তান জাতীয় অপরাধ সংস্থা। স্পট ফিক্সিংয়ের দায়ে ও দুর্নীতির অভিযোগে দুই ক্রিকেটারকে গ্রেপ্তার করা হয়েছে। পরে অবশ্য জামিনে মুক্তি পান জামশেদ। নাসিরের সঙ্গে আরও দুজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম। তবে তাদের পরিচয় জানা যায়নি।

পাকিস্তানের সংবাদমাধ্যম জানিয়েছে, নাসিরের সঙ্গে গ্রেফতার হওয়া অপর ব্যক্তিটি আসলে বুকি। নাম ইউসুফ। তার বিরুদ্ধে অভিযোগ, এই দুর্নীতিতে ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগ রয়েছে তার। দুজনকেই এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত জামিনে মুক্তি দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধএই ৮ প্রকার নারীর সঙ্গে ভুলেও একান্ত সম্পর্কে লিপ্ত হবেন না!
পরবর্তী নিবন্ধ‘ম্যাজিক’ দেখিয়ে চলছেন শুভাগত হোম