পপুলার২৪নিউজ ডেস্ক:
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ- আইপিএলের গতবারের ফাইনালিস্ট রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মনে হয় এবার প্লে অফের আগেই বাদ পড়ছে।
মঙ্গলবার হায়দরাবাদের বিপক্ষে বৃষ্টিতে খেলা পরিত্যক্ত হওয়ায় পর তারকা সমৃদ্ধ দলটির প্লে অফের স্বপ্ন ধূসর হতে থাকে।
প্লে অফের স্বপ্ন টিকিয়ে রাখতে ঘরের মাঠে হায়দরাবাদের বিপক্ষে বেঙ্গালুরুর জয়ের কোনো বিকল্প ছিল না। তবে বাগড়া দেয় বৃষ্টি। সকাল থেকেই শুরু হওয়া বৃষ্টিতে পিচ থেকে আউট ফিল্ড পুরোটাই ঢেকে ফেলা হয়েছিল। যাতে বৃষ্টির পানি কোনোভাবেই মাঠে পৌঁছতে না পারে। মাঝে একবার সুপার সপার এনে মাঠ শুকোনোর চেষ্টা করা হয়েছিল।
কিন্তু আবার বৃষ্টি এসে যাওয়ায় মাঠ ঢেকে ফেলা হয়। এই অবস্থায় ম্যাচের ভাগ্য নিয়ে সংশয় দেখা দেয়। সময়ের মধ্যে বৃষ্টি না থামলে ওভার কমানোর সিদ্ধান্ত নেয়া হয়।
শেষ পর্যন্ত অবশ্য আর মাঠে বল গড়ায়নি। ভাগাভাগি করে দেয়া হয় পয়েন্ট। আর এতেই ধূসর হতে থাকে কোহলিদের প্লে অফের স্বপ্ন।