ফার্স্ট সিকিউরিটি ইসলামী এক্সচেঞ্জ, ইতালি ও রূপালী ব্যাংক লিমিটেড-এর মধ্যে রেমিটেন্স ড্রয়িং এ্যারেঞ্জমেন্ট চুক্তি স্বাক্ষর

পপুলার২৪নিউজ ডেস্ক:

ইতালি প্রবাসীদের অর্থ সহজে ও দ্রুততম সময়ে প্রেরণের জন্য জুন ০১, ২০১৭ তারিখে ফার্স্ট সিকিউরিটি ইসলামী এক্সচেঞ্জ, ইতালি ও রূপালী ব্যাংক লিমিটেড-এর মধ্যে রেমিটেন্স ড্রয়িং চুক্তি বিনিময় হয়েছে। রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ ওয়াসেক মো: আলী ও রূপালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ আতাউর রহমান প্রধান স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র বিনিময় করেন। এ সময় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব কাজী ওসমান আলী, ইন্টারন্যাশনাল ডিভিশনের প্রধান জনাব ফয়েজ আহমেদ, রেমিটেন্স বিভাগের ইনচার্জ জনাব মোঃ ফরহাদ রেজা, রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপকগণ, রেমিটেন্স বিভাগের উপ-মহাব্যবস্থাপক ও বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে ১১৬ প্যাকেট ইয়াবাসহ আটক ৩
পরবর্তী নিবন্ধসানি লিওন হতে চান যে মেয়ে !